ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লারার দাবি টেস্টে বাংলাদেশ ‘ছোট দল’

প্রকাশিত: ০৯:১৭, ১৯ অক্টোবর ২০১৯

 লারার দাবি  টেস্টে বাংলাদেশ ‘ছোট দল’

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে ক্রিকেটে দারুণ উন্নতি করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ৫০ ওভারের ক্রিকেটে উন্নতির গ্রাফটা উর্ধমুখী হলেও টেস্ট কিংবা টি২০ ক্রিকেটে সেভাবে নিজেদের শক্তি বাড়াতে পারেনি। এবার দ্বিপাক্ষিক টেস্ট সিরিজগুলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশ দলকে তাই কঠিন পরীক্ষায় পড়তে হবে। আগামী মাসে টেস্টের এক নম্বর দল ভারতের বিপক্ষে তাদের মাটিতেই দুই ম্যাচের সিরিজের মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করবে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান চার্লস লারার দৃষ্টিতে অবশ্য টেস্ট ক্রিকেটে ‘ছোট দল’ বাংলাদেশ। কিন্তু এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভেবে যে কোন দলই বাংলাদেশের মতো ছোট দলকেও গুরুত্ব দিয়েই মোকাবেলা করবে বলে দাবি লারার। এবার ইংল্যান্ডে হওয়া ওয়ানডে বিশ্বকাপের পরই ঐতিহাসিক এ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হয়েছে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ। সে কারণে বাড়তি মাত্রা পেয়েছে যে কোন টেস্ট সিরিজ। এমনিতেই এ্যাশেজ মর্যাদার লড়াই, তার সঙ্গে এই বাড়তি মাত্রা যোগ হওয়াতে এবার সিরিজটি ছিল দারুণ আলোচিত এবং জৌলুসপূর্ণ। তবে বাংলাদেশ দল এখনও এই টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেনি। আগামী মাসে ভারত সফরে দুই টেস্টের সিরিজে আইসিসির এ চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু হবে বাংলাদেশের। তার আগে ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে থাকা নবীন টেস্ট সদস্য আফগানিস্তানের কাছেই পরাস্ত হয়েছে বাংলাদেশ। অথচ ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দুই পরাশক্তিকে টেস্টে পরাজিত করেছিল। এখন টেস্ট সিরিজগুলোর দিকে আরও বেশি গুরুত্ব দেবে সবগুলো দল। এ কারণে বাংলাদেশ কিংবা আফগানিস্তান, জিম্বাবুইয়ের বিপক্ষেও খেলতে নামার সময় খুব সিরিয়াস থাকবে সব দল। এ বিষয়ে লারা বলেন, ‘যদি আপনি বাংলাদেশ এবং আফগানিস্তানের মতো ছোট দলের বিপক্ষেও খেলেন, এখানে গুরুত্ব দিয়ে খেলবেন। আমি রোমাঞ্চিত এটা জেনে যে এটা অন্যসব সিরিজের মতো নয়। প্রতিটি সিরিজই গুরুত্ব পাচ্ছে দলগুলোর কাছে। এরজন্য আইসিসিকে কৃতিত্ব দিতেই হবে।’ টেস্টের এক ইনিংসে রেকর্ড ৪০০ রানের ইনিংস খেলা লারা ১১ হাজার ৯৫৩ রানের মালিক। ইতিহাসের ‘বরপুত্র’ তকমা পাওয়া এ কিংবদন্তি ক্যারিবিয়ান ব্যাটসম্যান এখন টেস্ট সিরিজগুলোয় প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা অনেক বাড়বে বলেই মনে করছেন। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সব দলই চাইবে চ্যাম্পিয়ন হতে। এ কারণে নবেম্বরে ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই নামতে চাইবে স্বাগতিক ভারত। এই সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে ১৪ নবেম্বর এবং দ্বিতীয়টি ২২ নবেম্বর। লারা এই টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আরও বলেন, ‘আমার মনে হয়, যারা ১৬-১৭ বছর ধরে খেলছে এবং ১০০ টেস্টের ওপর খেলে ফেলেছে; এক পর্যায়ে এসে একঘেয়ে হয়ে যায়। সিরিজে জয়-পরাজয় একটা বিষয়, কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে এখন দলগুলো চ্যাম্পিয়ন হতে চাইবে। আমার মনে হয় এটা আরও আগে হওয়া উচিত ছিল। তবে এখন দেখে ভাল লাগছে।’
×