ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুই-ই হারালেন সরফরাজ

প্রকাশিত: ০৯:১৭, ১৯ অক্টোবর ২০১৯

 দুই-ই হারালেন সরফরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান ক্রিকেট নিয়ে মন্তব্য করা কঠিন। কখন যে কী হয়! বিশ্বকাপে সেমিতে উঠতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা, গ্রুপপর্ব থেকে বিদায়ের পর বরখাস্ত হন প্রধান কোচ মিকি আর্থার। ম্যানেজমেন্টেও ঢেলে সাজানো হয়। কিন্তু নেতৃত্বে আপাত টিকে গিয়েছিলেন সরফরাজ আহমেদ। একইসঙ্গে প্রধান কোচ ও প্রধান নির্বাচক হিসেবে হঠাৎই দেশটির ক্ষমতার আধার হয়ে আবির্ভূত মিসবাহ-উল হক বলেছিলেন, স্থিতিশীলতার স্বার্থে এখনই অধিনায়ক পরিবর্তনের বিষয়টি ভাবছেন না, সরফরাজকে আরও সময় দিতে চান। কিন্তু সেটি এক সিরিজের বেশি হলো না। ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে ২-০ ব্যবধানে জিতলেও টি২০তে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ ছোট্ট ফরমেটের এক নম্বর দলটি। ফলে কেবল নেতৃত্বই হারাননি, অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টি২০ এবং টেস্টের দল থেকেই বাদ পড়েছেন সরফরাজ। নতুন টি২০ অধিনায়কের তারকা ব্যাটসম্যান বাবর আজম এবং টেস্টের দায়িত্ব পেলেন আজহার আলী। সরফরাজের নেতৃত্ব নিয়ে অনেক আগে থেকেই প্রশ্ন উঠছিল। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকে পাকিস্তান যখন একের পর এক ম্যাচ, একের পর এক সিরিজ হেরে চলছিল। বিশ্বকাপেও শুরুটা ছিল যাচ্ছেতাই। কিন্তু নিজেদের ‘আনপ্রেডিক্টেবল’ তকমা ধরে রেখে শেষ পর্যন্ত সেমির রেসে টিকে ছিল তারা। যদিও শেষ দল হিসেবে বাদ পড়ে সেটি আর হয়ে ওঠেনি। এবার ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে উড়িয়ে দেয় পাকিস্তান। কিন্তু টি২০তে তিন ম্যাচে ‘হোয়াইটওয়াশ’ নাম্বার ওয়ান দলটির জন্য মেনে নেয়া ছিল সত্যি কঠিন। মিসবাহ তখনই উষ্মা প্রকাশ করে বলেছিলেন, অনেক কিছু ভাবার সময় এসেছে। ফিটনেস জঘন্য, ব্যাট হাতেও পারফর্মেন্স আশানুরূপ নয়। তাই টি২০ এবং টেস্টের নেতৃত্বই হারানোই কেবল নয়, এই দুই ফরমেটের দল থেকেই বাদ পড়েছেন ৩২ বছর বয়সী তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান। নবেম্বরে-ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় টি২০ ও টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। যেখানে আগামী বছর অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ। আর আগামী বছর জুন-জুলাইয়ের আগে তাদের কোন ওয়ানডে সিরিজও নেই। তাই ওয়ানডের ঘোষণা আসেনি, সরফরাজ এই ফরমেটেও থাকতে পারবেন কি না, সেটি নিয়ে সংশয় রয়েই যাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেই টি২০তে বাবর আজমকে সহ-অধিনায়ক করা হয়েছিল। টি২০তে আইসিসি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যানকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এবার পুরোপুরি দায়িত্ব দেয়া হলো। ২০১৬ সালে এই আজহার আলীর কাছ থেকেই ওয়ানডের নেতৃত্ব পেয়েছিলেন সরফরাজ। এবার তার হাতে তুলে দিচ্ছেন টেস্ট নেতৃত্ব। ২০১৯-২০২০ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ থেকে দায়িত্ব পালন করবেন আজহার, যেটি আগামী বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের দুই টেস্টের সিরিজ দিয়ে শুরু হচ্ছে। আর বাবর টি২০ নেতৃত্বে থাকবেন কমপক্ষে আগামী বছর অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ পর্যন্ত। সরফরাজ যে টেস্টের নেতৃত্ব হারাচ্ছেন, সেটা অনুমিতই ছিল। অধিনায়ক হিসেবে নিজে ভাল করছিলেন না, পাকিস্তানও টেস্ট র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে। গত ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। তার আগে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। ২০১৬ থেকে এ পর্যন্ত ৩৭ টি২০তে নেতৃত্ব দিয়ে ২৯টিতেই জিতেছেন সরফরাজ। পাকিস্তান তো বটেই আধুনিক টি২০’র অন্যতম সফল অধিনায়ক তিনি। শ্রীলঙ্কার কাছে এক সিরিজ হারের খেসারত এভাবে দিতে হবে সেটি হয়তো অনেকে ভাববেননি। আর ২০১৭ থেকে ১৩ টেস্টে মাত্র ৪টিতে জয়, হার ৮। ২০১৬ সালে আজহার আলী ১ টেস্টে নেতৃত্ব দিয়ে পাকিস্তানকে জিতিয়েছিলেন। তিনি দলের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন গত জানুয়ারিতে, দক্ষিণ আফ্রিকা সফরে। শেষ ওয়ানডে খেলেছেন গত বছর জানুয়ারিতে।
×