ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১০ মাস পর মুক্ত

প্রকাশিত: ০৮:৪৫, ১৯ অক্টোবর ২০১৯

 ১০ মাস পর মুক্ত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৮ অক্টোবর ॥ অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক দুটি বাংলাদেশী পরিবারের আট সদস্যকে ১০ মাস পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার বিজয়পুর জিরো পয়েন্টে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ ও বিজিবি) এবং পুলিশের যৌথ বৈঠকের পর তাদের ফেরত দেয়া হয়। দুর্গাপুর থানার এসআই সুমন চন্দ্র দাস তাদের গ্রহণ করেন। ফেরত আসা আট বাংলাদেশী হলেন কলমাকান্দা উপজেলার ঘোষপাড়ার নির্মল সরকার, তার স্ত্রী সোমা সরকার, দুই শিশু কন্যা নিঝুম সরকার ও সুস্মিতা সরকার এবং একই উপজেলার নওগাঁও গ্রামের রিপন রায়ের স্ত্রী কনা রানী রায়, কবিরঞ্জন তালুকদারের স্ত্রী নূপুর রানী তালুকদার ও তার দুই ছেলে কর্ণ তালুকদার (৭) এবং প্রিয়তোষ তালুকদার (৫)।
×