ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোনারগাঁয়ে মা ইলিশ নিধনের মহোৎসব

প্রকাশিত: ০৮:৪৫, ১৯ অক্টোবর ২০১৯

 সোনারগাঁয়ে মা  ইলিশ নিধনের  মহোৎসব

সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ১৮ অক্টোবর ॥ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর সোনারগাঁয়ের কয়েকটি এলাকাজুড়ে মা ইলিশ নিধনের মহোৎসব চলছে। স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এখানকার শত শত জেলেরা রাত-দিন নদীতে কারেন্ট জাল ফেলে অবৈধভাবে বিপুল পরিমাণ মা ইলিশ মাছ শিকার করছেন। মা ইলিশ নিধন থেকে রক্ষা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি ঝটিকা অভিযান করে কয়েক জেলেকে জেল ও জরিমানা করা হয়েছে। এদিকে জেলেদের অভিযোগ সরকারীভাবে তারা কোন প্রকার অনুদান পাননি। জানা গেছে, উপজেলার নুনের টেক, আনন্দ বাজার, চরবলাকী, চরকিশোরগঞ্জ, তুচ্ছ গ্রাম, টেকপাড়া, মৌশারচর, আড়াই হাজার উপজেলা পয়েন্ট ডেঙ্গগুরকান্দিসহ বিভিন্ন এলাকায় কারেন্ট জাল ফেলে দিনে ও রাতে বিপুল পরিমাণ মা ইলিশ ও জাটকা ধরছেন। ওসব শিকার করা মাছ প্রতিদিন নুনেরটেক, বৈদ্যেরবাজার, মোগরাপাড়া, মেঘনাঘাট, শান্তির বাজার, আনন্দ বাজার, টেকপাড়া, গোয়ালপাড়া, মামরকপুর, ভাটিবন্ধ, ঝাউচর, নয়াগাঁও, দুধঘাটা, পাঁচানী, হোসেনপুর, শম্ভুপুরা ও চরকিশোরগঞ্জসহ নদী তীরের বিভিন্ন গ্রাম এবং বাজারগুলোতে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি সাড়ে চার শ’ থেকে পাঁচ শ’ টাকা দরে দালালদের মাধ্যমে পৌঁছে দেয়া হয় ক্রেতাদের বাড়িতে। বৈদ্যেরবাজার এলাকার শফিকুল ইসলাম ইমাম জানান, সোনারগাঁয়ের মেঘনা নদী ও নদীবেষ্টিত গ্রাম নুনেরটেকের নদীর পাড়ে মা ইলিশের বড় অস্থায়ী বাজার গড়ে উঠেছে। নারী ও পুরুষ ক্রেতাদের ভিড় প্রচুর। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এ বাজারে মা ইলিশ মাছ বেচাকেনা হয় বলে জানান তিনি । নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে জানান, এ সময় জালে প্রচুর মাছ আটকা পড়ে। প্রতিদিন গড়ে পনেরো থেকে বিশ হাজার টাকার মাছ বিক্রি করতে পারি। তাছাড়া এখানে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও মৎস্য কর্মকর্তারা খুব কম আসে তাই সব জেলেরা এখানে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ে। নুনেরটেক তুচ্ছ গ্রামের জেলে শারজাহান জানান, সরকার থেকে কোন কিছু পাইনি। তাই সংসারের চাহিদা মেটাতে আমরা ঝুঁকি নিয়ে নদীতে ইলিশ ধরি।
×