ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোরে বাসচাপায় দুই পথচারী নিহত

প্রকাশিত: ০৮:৪৪, ১৯ অক্টোবর ২০১৯

 যশোরে বাসচাপায় দুই পথচারী নিহত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ নওয়াপাড়ায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে দুই পথচারীর নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার সময় যশোর-খুলনা মহাসড়কের রাজঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অভয়নগর উপজেলার জাফরপুর গ্রামের মৃত মোনতাজ আলী শেখের ছেলে গোলাম নবী (৮০) ও দত্তগাতী গ্রামের সেলিম হোসেনের স্ত্রী জোসনা বেগম (৫৫)। জানা গেছে, শুক্রবার সকাল ৯টার সময় পৌরসভার রাজঘাট এলাকায় খুলনাগামী প্রিন্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। সাভারে সাইকেল চালক সংবাদদাতা সাভার থেকে জানান, ময়লাবাহী গাড়ির ধাক্কায় আব্দুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকার মধুমতি মডেল টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন নয়াকান্দি গ্রামের উজির খাঁর ছেলে। তিনি পেশায় একজন পাঠাও চালক ছিলেন। বাউফলে ছাত্রলীগ কর্মী নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, বাইক দুর্ঘটনায় মাহিন (১৮) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটেছে। নিহত মাহিনের বাবার নাম নাসির চৌকিদার। তার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ভূড়িয়া গ্রামে। মাহিন ধরান্দী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং জেলা ছাত্রলীগের সদস্য। জানা গেছে, মাহিন ওই দিন রাত সাড়ে ৮টার সময় তার চাচাত ভাই শিমুলের বাইকে করে কাশিপুর বাজার থেকে বাউফলের বগা বন্দরে আসছিল।
×