ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার ॥ যাত্রী আটক

প্রকাশিত: ০৮:৩৮, ১৯ অক্টোবর ২০১৯

 চট্টগ্রাম বিমানবন্দরে  সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণ  উদ্ধার ॥ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে ১৫ কেজি ১৬৩ গ্রাম স্বর্ণ। শুক্রবার শুল্ক কর্মকর্তারা স্বর্ণগুলো উদ্ধার ও বহনকারী যাত্রীকে আটক করে। এ স্বর্ণের মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা। কাস্টমস সূত্রে জানা যায়, আটক যাত্রীর নাম মোঃ জয়নাল আবেদিন। তিনি এয়ার এরাবিয়ার ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রামে আসেন। ফ্লাইটটি সকাল ৮টা ১০ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার ই জামান জানান, শারজাহ থেকে আসা এ যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় কাস্টমস কর্মকর্তারা তার লাগেজে তল্লাশি চালান। এতে চার্জার লাইটের ভেতর থেকে উদ্ধার হয় ১৩০টি স্বর্ণবার। ৬টি ব্যাটারির সঙ্গে কৌশলে স্বর্ণবারগুলো লুকিয়ে রাখা হয়। আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস এ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
×