ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকারের ঘর পেয়ে গফরগাঁওয়ের ১০ পরিবার খুশি

প্রকাশিত: ০৮:৩৭, ১৯ অক্টোবর ২০১৯

 সরকারের ঘর পেয়ে  গফরগাঁওয়ের ১০  পরিবার খুশি

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ১৮ অক্টোবর ॥ আগে ঘরে হুতলে বুকের মধ্যে বৃষ্টির পানি পড়ত। ঘরের মধ্যে চৌকি, খেতা (কাঁথা)-বালিশ মেঘের পানিতে বিইজা যাইত। আর বেশি মেঘ অইলে ঘর ছাইড়া যাইতাম অন্যের ঘরে। অহন আল্লাহর রহমতে শেখ হাসিনার দেয়ার ঘর পাইয়া বুকের পানি হুগাইছে। যতবারই মেঘ আসুক বুকে আর পানি পড়ে না। অন্যের ঘরে যাইতে অয় না। আমি ঘর পেয়ে অনেক খুশি। কথাগুলো বলছিলেন, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের শেখ হাসিনার দেয়া ঘর পাওয়া মৃত হেলাল উদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন (৫০)। চলতি ২০১৮-১৯ অর্থবছরে দুস্থ ও গরিব মানুষের জন্য দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মিত এসব বাড়ি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি বাড়ি নির্মাণে প্রায় ২ লাখ ৫৮ হাজার টাকা ব্যয় হয়েছে। উপজেলার সালটিয়া ইউনিয়নে ১টি বারবাড়িয়া ১টি লঙ্গাইর ১টি চরআলগী, যশরা, গফরগাঁও, দত্তের বাজার, নিগুয়ারীসহ মোট ১০টি বাড়ি দিনমুজুর, বিধবা, বর্গাচাষী, অটোরিক্সাচালক ও রাজমিস্ত্রিদের দেয়া হয়। ঘরে পেয়ে সুফিয়া খাতুনের মতো সাবিনা আক্তার, মতিউর, বাদল মিয়া জানান এখন আর বৃষ্টি হলে প্রকৃতির ডাকে তাদের যেতে হবে না ঝোপ জঙ্গলে। একই ঘরের ভেতর ২টি রুম ১টি রান্না ঘর ও ১টি বাথ রুম যা পেয়ে বদলে গেছে ১০টি পরিবারের সামাজিক জীবনমান। সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী জানান, হতদরিদ্র পরিবারের লোকজন প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে আনন্দে আত্মহারা। উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান, প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প টি-আর কাবিটা কর্মসূচীর আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ যথাসময়ে সম্পন্ন হয়েছে। টি-আর কাবিটা কর্মসূচীর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান বলেন, ২০১৮-১৯ অর্থবছরের বাসগৃহ নির্মাণ প্রকল্পটি যথাসময়ে সম্পন্ন হয়েছে। যা রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের মতো গফরগাঁওয়ে ১০টি বাড়ি উদ্বোধন করেন।
×