ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চেনছড়িতে শহীদ মিনার স্থাপনে অনিয়ম

প্রকাশিত: ০৮:৩৬, ১৯ অক্টোবর ২০১৯

 চেনছড়িতে শহীদ মিনার স্থাপনে অনিয়ম

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থান উখিয়ার সমুদ্র উপকূলের ইনানী চেনছড়িতে ফুলের বাগান ও শহীদ মিনার স্থাপন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদার স্থানীয় একজন এমপির আত্মীয় পরিচয়ে প্রকল্প কাজে ব্যাপক দুর্নীতি করে চলেছে বলে অভিযোগ রয়েছে। ১৯৫৮ সালে পাক হায়েনাদের সামরিক শাসনের সময় অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়েকটা দিন ওই স্থানে কাঠিয়েছিলেন। বঙ্গবন্ধুর ওই অজ্ঞাতবাসের স্থানটি সংরক্ষণের উদ্যোগ নিয়ে কক্সবাজার জেলা প্রশাসন একটি প্রকল্পে ৩৩ লাখ টাকার বরাদ্দ নির্ধারণ করেন। জানা যায়, উখিয়ার জালিয়াপালং চেনছড়ির চাকমা পরিবারের প্রধান ছিলেন ফেলোরাম চাকমা। ওই পরিবারে আশ্রয় নিয়ে বঙ্গবন্ধু কাটিয়েছেন কয়েকটা দিন। তাকে রান্নাবান্না করে দিতেন সখিনা খাতুন নামে এক বৃদ্ধা। বর্তমানে ফেলোরাম রোয়াজা চাকমা ও সখিনা খাতুন কেউ বেঁচে নেই। সূত্র জানায়, ওই গ্রামে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থানটি রক্ষণাবেক্ষণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। পরিশেষে জেলা প্রশাসন চাকমা নেতা ফেলোরাম চাকমার ভিটায় একটি শহীদ মিনারসহ ফুলের বাগান করার উদ্যোগ নেন। এ জন্য নুর মোহাম্মদ নামে এক ঠিকাদারকে ওই প্রকল্প কাজের দায়িত্ব দেয়া হয়। অরক্ষিত ও দুর্গম এলাকা হওয়ায় চেনছড়িতে নিয়মিত যাওয়া আসা হয় না প্রশাসনের কর্মকর্তাদের। এ সুযোগে ঠিকাদার কাজে ধীরগতি ও দুর্নীতি করেই চলেছে। ৩৩ লাখ টাকার কাজে সাগরপাড়ের লবণাক্ত বালু এবং নিম্নমানের ইট-কংক্রিট ব্যবহার করে ঠিকাদার কাজ শুরু করলে প্রতিবাদ মুখর হয়ে উঠেন স্থানীয়রা। এদিকে ঠিকাদার নুর মোহাম্মদ চকরিয়া-পেকুয়া আসনের এমপি জাফর আলমের নিকটআত্মীয় বলে নাম ভাঙ্গিয়ে প্রকল্প কাজে অনিয়ম করেই চলেছে। তিনি দম্ভোক্তি করে সংবাদকর্মীদের বলেছেন, ৩৩ লাখ টাকার কাজ এটি আমার দৃষ্টিতে ৩৩ টাকা মাত্র। দুর্গম এলাকা হওয়ায় মালামাল তথা নির্মাণসামগ্রী প্রকল্পস্থানে পৌঁছাতে আমার পকেটের পয়সাও শেষ হয়ে যাচ্ছে। তাই কাজের মান একটু এদিক সেদিক তো হবেই। ঠিকাদারের কাজে ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিরা। উখিয়া উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক নাজিম উদ্দিন মেম্বার বলেন, ইনানীর চেনছড়ি বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত শহীদ মিনারের কাজে লবণাক্ত বালি ও নিম্নমানের কংক্রির ব্যবহার করছে ঠিকাদার। তার দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া দরকার। ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন জালিয়াপালং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহাব উদ্দিন ও স্থানীয় চাকমা পরিবারের সদস্যরা। স্থানীয়রা বলেন, সপ্তাহে তিনদিনও কাজে লোক আসে না। হঠাৎ দুই বা তিনচার জন মিস্ত্রি এসে টুকটাক কাজ করে চলে গেলে পরবর্তী কয়েকদিন তাদেরও দেখা মেলে না। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সত্য নয় দাবি করে ঠিকাদার নুর মোহাম্মদ বলেন, কাজের গুণগতমান উপজেলা প্রকৌশলী তদারকি করে যাচ্ছেন নিয়মিত।
×