ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাইফুল্লাহ রুমীর কথায় গাইলেন লায়লা

প্রকাশিত: ০৮:৩৩, ১৯ অক্টোবর ২০১৯

 সাইফুল্লাহ রুমীর কথায় গাইলেন লায়লা

সংস্কৃতি ডেস্ক ॥ তরুণ প্রজন্মের অন্যতম প্রতিশ্রুতিশীল গীতিকবি সাইফুল্লাহ রুমী এরই মধ্যে চমৎকার কথামালায় বেশ কিছু গানে সঙ্গীতপ্রেমীদের মুগ্ধ করেছেন। বিশেষ করে তার লেখা কয়েকটি গান গুণী সঙ্গীতশিল্পী শফি ম ল, চন্দনা মজুমদার, রিংকু ও কাজী শুভ’র কণ্ঠে সঙ্গীতপ্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতায় এবার রুমীর লেখা গানে কণ্ঠ দিলেন ক্লোজ আপ ওয়ানখ্যাত সঙ্গীত তারকা লায়লা। ‘রজকীনি’ ও ‘বন্ধু কালাচাঁন’ শিরোনামে গান দুটি লেখার পাশাপাশি সুরও করেছেন রুমী। আর গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন এ এইচ জীবন। ফোক ঘরনার এই নতুন গান শীঘ্রই জি সিরিজ অগ্নিবীণার ব্যানারে প্রকাশ পাবে। গান দুটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী লায়লা বলেন, অনেক দিন পর হলেও দর্শকদের কথা মাথায় রেখে ভাল কিছু করার চেষ্টা করেছি আশা করি বরাবরের মতো এবারের প্রয়াসও সঙ্গীতপ্রেমীদের ভাল লাগবে। এ প্রসঙ্গে গীতিকার রুমী বলেন, লায়লার সঙ্গে এটিই আমার প্রথম কাজ। গানগুলো লায়লার কণ্ঠে বেশ ভাল হয়েছে। আগামীতে লায়লার জন্য আরও কিছু গান করার ইচ্ছে আছে। আমি গতানুগতিক কোন কাজ করি না। সবসময়ই শ্রোতাদের কথা মাথায় রেখে লেখনিতে ভিন্নতা ও নতুনত্ব আনার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আশা করছি সবার ভাল লাগবে। প্রসঙ্গত, গত ঈদ-উল-আজহায় প্রকাশ হয় তারুণ্যদীপ্ত কবি ও গীতিকার শেখ সাইফুল্লাহ রুমীর লেখা গানে নির্মিত ফোক এ্যালবাম ‘রঙের মানুষ’। প্রেম, বিরহ-বিচ্ছেদ ও আধ্যাত্মিক ধাঁচের গানে আবৃত এই মিক্সড এ্যালবামে কণ্ঠ দেন বাউল সাধক শফি ম ল, লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার এবং পূর্ণ মিলন। ছয়টি গানে সাজানো এই এ্যালবামের একাধিক গানই শ্রোতামহলে প্রশংসিত হয়।
×