ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোহেল তাজের ‘হটলাইন কমান্ডো’তে নিথর

প্রকাশিত: ০৮:৩২, ১৯ অক্টোবর ২০১৯

 সোহেল তাজের ‘হটলাইন কমান্ডো’তে নিথর

সংস্কৃতি ডেস্ক ॥ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য তানজীম আহমেদ সোহেল তাজের টিভি রিয়েলিটি শো ‘হটলাইন কমান্ডো’ টিভি অনুষ্ঠানে এক নতুন সংযোগ। অনুষ্ঠানটির মাত্র দুই পর্ব প্রচার হলেও ব্যতিক্রম এক আয়োজনের জন্য অনুষ্ঠানটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে। ‘হটলাইন কমান্ডো’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। ‘হটলাইন কমান্ডো’র দ্বিতীয়পর্ব প্রচার হয় ১৫ অক্টোবর রাত ৮টায় আরটিভিতে। ‘অর্পণার মিষ্টি মুখ’ শিরোনামের এ পর্বে সুগার বা চিনি আসক্তির নেতিবাচক দিক ও এ থেকে মুক্তির উপায় তুলে ধরা হয়। এই পর্বে সুগারম্যান রূপে দেখা যায় সাংবাদিক ও মাইম শিল্পী নিথর মাহবুবকে। নিথর মাহবুব বলেন, যেহেতু অনেক বিখ্যাত মানুষের অনুষ্ঠান তাই অনেকদিন ধরেই অনুষ্ঠানটি নিয়ে আলোচনা শুনছিলাম। আমি হঠাৎ করেই এই অনুষ্ঠানে কাজ করার জন্য ডাক পাই। একটি পর্বে কাজ করেছি। পরিচালক জানিয়েছেন সামনে এই অনুষ্ঠানে আমার আরও কাজ করার সম্ভবনা আছে। তবে এই এক পর্বেই ব্যাপক সাড়া পেয়েছি। ফেসবুকের ম্যাসেঞ্জারে, ফোনে অনেকেই আমার কাছে অনুষ্ঠানটির প্রশংসা করেছে। যেখানেই যাচ্ছি সেখানেই পরিচিত জনেরা অনুষ্ঠানটি নিয়ে আমার সঙ্গে আলোচনা করছে। আমার মনে হচ্ছে অনেক মানুষ অনুষ্ঠানটি দেখছে। হটলাইন কমান্ডো অনুষ্ঠানটি নির্মাণ করছে মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন্স এজেন্সি কারুজ কমিউনিকেশন্স। পরিচালক কাওসার মাহমুদ ও গৌতম কৌরি। অনুষ্ঠানের পিআর পার্টনার ইনসাইট। ‘হটলাইন কমান্ডো’ টিম দেশের বিভিন্ন স্থানে গিয়ে নানা শ্রেণী-পেশার মানুষের জীবনযাপনের অভ্যাস ও ধরন, স্বাস্থ্যগত সমস্যা, খাদ্যাভ্যাস, বাসস্থান, কর্মপরিবেশসহ নানা সমস্যার কথা। খুঁজবে সমাধানের পথ। টেলিভিশন অনুষ্ঠানের বাইরেও হটলাইন কমান্ডো টিম শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন স্থানে গিয়ে মানুষকে সঠিকভাবে জীবনযাপনে সচেতনতা সৃষ্টিতে কাজ করবে। এছাড়াও নিয়মিত কার্যকরী পরামর্শ ও উৎসাহ প্রদান করা হবে নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে।
×