ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-১৭ বালক স্কুল রাগবি শুরু

প্রকাশিত: ০৬:১৫, ১৮ অক্টোবর ২০১৯

অনুর্ধ-১৭ বালক স্কুল রাগবি শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের ব্যবস্থাপনায় এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় শুক্রবার ঢাকার পল্টন ময়দান মাঠে অনুর্ধ-১৭ বালক স্কুল রাগবি প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রথম দিনের খেলায় ঢাকা ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ৩৭-০ পয়েন্টে জুভিনাইল ইংলিশ মিডিয়াম স্কুলকে, সেন্ট গ্র্রেগরি স্কুল ২৯-৫ পয়েন্টে মিল্লাত উচ্চ বিদ্যালয়কে, বেরাইদ মুসলিম হাই স্কুল ৫-০ পয়েন্টে আহমদবাগ আদর্শ উচ্চ বিদ্যালয়কে, ক্যামব্রিয়ান স্কুল ৫-০ পয়েন্টে আইইটি স্কুল নারায়ণগঞ্জকে, কে.এম.বশির সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০-৫ পয়েন্টে ইসলামবাগ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়কে এবং আদর্শ স্কুল নারায়ণগঞ্জ ৫-০ পয়েন্টে আহমদবাগ আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারায়। আলী আহমদ স্কুল ৫-৫ পয়েন্টে আদর্শ স্কুল নারায়ণগঞ্জের সঙ্গে ড্র করে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন আলী আজগর খান (চিফ কোচ, বিকেএসপি)। বিশেষ অতিথি ছিলেন তারিকুউজ্জামন নান্নু (সহকারী পরিচালক, ক্রীড়া পরিদপ্তর)। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, টুনামেন্ট কমিটির চেয়ারম্যান হোসেন এ শিকদার, সদস্য সিরাজুল ইসলাম, সদস্য দীন ইসলাম, সদস্য পারভীন নাহার পুতুল, তারেক খান মজলিস প্রমুখ।
×