ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেখ রাসেলের জন্মদিনে পুনর্বাসন কেন্দ্রের শিশুদের সঙ্গে মেয়র লিটন

প্রকাশিত: ০২:৩১, ১৮ অক্টোবর ২০১৯

শেখ রাসেলের জন্মদিনে পুনর্বাসন কেন্দ্রের শিশুদের সঙ্গে মেয়র লিটন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার দুপুরে নগরীর শেখ রাসেল প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে সমাজসেবা অধিদফতর কেককাটা, দোয়া, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবী শাহীন আকতার রেনীসহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় পুনর্বাসন কেন্দ্রের শিশুদের নিয়ে কেক কাটেন রাসিক মেয়র লিটন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শিশুপুত্র শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে রাসিক মেয়র লিটন বলেন, বঙ্গবন্ধুর আদরের সন্তান ও শেখ হাসিনার আদরের ভাই শিশু রাসেল। ঘাতকেরা ওইদিন (৭৫ এর ১৫ আগস্ট) বঙ্গবন্ধুর শিশুপুত্র রাসেলকেও নির্মমভাবে হত্যা করে। তারা বঙ্গবন্ধুর বংশের কাউকেই বেঁচে রাখতে চাই নি। কারণ তাদের মধ্যে ভয় ছিল, তারা মনে করতো, যদি বঙ্গবন্ধু পরিবারের কেউ একজন বেঁচে থাকে তবে, আবারো এদেশে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করবে। সত্যিই সৃষ্টিকর্তার কী রহস্য, বিদেশে থাকায় সেদিন বঙ্গবন্ধুর দুইকন্যা বেঁচে যান। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী। তিনি সর্বক্ষেত্রে দেশের উন্নয়ন করছেন। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা কাজ করছি। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের খুনিদের অনেকের শাস্তি হয়েছে, আর যারা পলাতক আছে, তাদের দেশে ফিরিতে আনতে চেষ্টা করছে সরকার। রাজশাহীর পবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহাদাত হেসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিসেমাজসেবা অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক একেএম সারোয়ার জাহান।
×