ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফলে স্ত্রীকে ন্যাড়া করায় স্বামী ও শাশুড়ি গ্রেফতার

প্রকাশিত: ১২:৩৫, ১৮ অক্টোবর ২০১৯

বাউফলে স্ত্রীকে ন্যাড়া করায় স্বামী ও শাশুড়ি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৭ অক্টোবর ॥ নেশার টাকা না দেয়ায় প্রিয়াঙ্কা (২০) নামের এক গৃহবধূকে মাথা ন্যাড়া করে দেয়ার ঘটনায় স্বামী তাপস চন্দ্র হালদার ও শাশুড়ি লক্ষ্মী রানীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে কালাইয়া বন্দরের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে, নেশার টাকা না দেয়ায় মঙ্গলবার দুপুরে গৃহবধূ প্রিয়াঙ্কাকে তার স্বামী তাপস চন্দ্র হালদার হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করে দেয় এবং ওই অবস্থায় ঘরে আটকে রাখা হয়। পরের দিন বুধবার দুপুর ২টার দিকে প্রিয়াঙ্কা তার এক মাসির (খালার) সহায়তায় পালিয়ে বাবার বাড়ি আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট চলে যায় এবং ওই দিন সন্ধ্যায় বাবা-মাসহ স্বামীর নামে মামলা করতে বাউফল থানায় আসেন। নারায়ণগঞ্জে দেড় হাজার স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর দুই নং রেলগেট এলাকার রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে গড়ে উঠা প্রায় দেড় হাজার দোকান ঘর ও মার্কেটসহ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেলা ১১টায় থেকে বিকেল পর্যন্ত রেলওয়ের ডিভিশনাল স্টেট অফিসার মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে দ্বিতীয় দিনের মতো এ অভিযান চালানো হয়। স্টেট অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ নগরীর দুই নং রেলগেট এলাকায় রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে গড়ে উঠা একটি টিনশেড আধাপাকা মার্কেট, রেডিমেট জামাকাপড়ের দোকান ও বসতঘরসহ প্রায় দেড় হাজার ছোট বড় স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় রেলওয়ের জায়াগা দখল করে গড়ে উঠা কয়েকটি স্থাপনার আংশিক থাকায় তাদের সময় দেয়া হয় নিজ উদ্যোগে ভেঙ্গে নেয়ার জন্য।
×