ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিশু তৃষা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে কাঁদলেন মা

প্রকাশিত: ১২:৩৫, ১৮ অক্টোবর ২০১৯

শিশু তৃষা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে কাঁদলেন মা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আফরিন তৃষা (৮) ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে রাজপথে কাঁদলেন তার মা জোসনা খাতুন। তৃষা হত্যার বিচার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে জোসনা বলেন, আমি গরিব, আমার টাকাপয়সা নেই বলে কি আমি আমার মেয়ের হত্যার বিচার পাব না? আমার মেয়েকে ডেকে নিয়ে খারাপ কাজ করে খুন করে ফেলল। খুনী শক্তি গাজী ক্ষমতাশালী হওয়ায় হুমকি-ধমকিতে আমরা এলাকা ছেড়ে চলে গেছি। আমি প্রধানমন্ত্রীর কাছে আমার মেয়ে হত্যার বিচার চাই। এ কথা বলে হু হু করে কাঁদলেন জোসনা। জোসনার কান্নায় অশ্রুসজল হয়ে ওঠে মানববন্ধনে অংশগ্রহণকারীদের চোখও। শিশু আফরিন তৃষা ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। একতা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে এই মানববন্ধনে জনউদ্যোগ যশোরের আহ্বায়ক নাজির আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন, শিশু তৃষার মা জোসনা।
×