ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট’ পেল সেরা ১০ স্টার্টআপ

প্রকাশিত: ১২:৩৪, ১৮ অক্টোবর ২০১৯

‘বঙ্গবন্ধু ইনোভেশন  গ্রান্ট’ পেল সেরা  ১০ স্টার্টআপ

জনকণ্ঠ ডেস্ক ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’-এর দ্বিতীয় অধ্যায়ে অংশ নিয়ে ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট’ পেল তরুণদের দশটি সেরা প্রকল্প বা স্টার্টআপ। খবর বিডিনিউজের। বুধবার রাতে বিজয়ী তরুণদের হাতে ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট’ তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। যে ১০টি স্টার্টআপ গ্রান্ট পেয়েছে সেগুলো হচ্ছে ঝুপরি ডটকম, ভিশন আইটি, ওয়ার্ল্ড এক্সজাম্পল, ইলেকট্রিক স্কেটেবল এ্যান্ড ওয়াকেবল সু, এডুবট, অবসর, ডিজিটং, ক্রস রোড ইনিশিয়েটিভ, ব্ল্যাকবোর্ড এবং কগনিশন ডট এআই। এই ১০ প্রকল্পের প্রতিটিকে ১০ লাখ টাকা করে অনুদান দেয়া হয়েছে। সব মিলিয়ে দেয়া হয় কোটি টাকা।
×