ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের তারে জড়িয়ে দুই হনুমানের মৃত্যু

প্রকাশিত: ১২:৩১, ১৮ অক্টোবর ২০১৯

বিদ্যুতের তারে জড়িয়ে দুই হনুমানের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৭ অক্টোবর ॥ কেশবপুরে খাদ্যাভাবে ছোটাছুটির করার সময় বৃহস্পতিবার সকালে বিদ্যুতের তারে জড়িয়ে দুটি বিরল প্রজাতির হনুমানের মৃত্যু ঘটেছে। কেশবপুর থানার সামনে শহরের খোলা তারে স্পৃষ্ট হয়ে একটি মা হনুমান বুকের শাবকসহ মারা যায়। মৃত হনুমান দুটির ময়নাতদন্তের পর পুঁতে রাখা হয়। উপজেলা বন কর্মকর্তা মোনায়েম হোসেন জানান, বেলা ১১টার দিকে কেশবপুর থানার গেট এলাকায় যশোর-সাতক্ষীরা সড়কে খোলা বিদ্যুতের তারে জড়িয়ে একটি মা হনুমান স্পৃষ্ট হয়। এ সময় ওই মা হনুমানে বুকে একটি শিশু হনুমানও ছিল। বিদ্যুতের তারে জড়িয়ে শিশু হনুমানটিও মারা যায়। মৃত হনুমান দুটি উদ্ধার করে কেশবপুর পশু হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত করার পর পশু হাসপাতালের জায়গায় পুঁতে রাখা হয়। বরিশালে ১৪ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ছাত্রীর স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নিখোঁজের ১৪ দিন অতিবাহিত হয়ে গেলেও জেলার আগৈলঝাড়া উপজেলার উত্তর বড়মাগড়া গ্রামের মোসলেম বক্তিয়ারের কন্যা ও সরবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী মনি খানমের (১১) সন্ধান মেলেনি। পরিবারের সদস্যরা জানান, গত তিন অক্টোবর থেকে রহস্যজনকভাবে মনি নিখোঁজ হয়ে যায়। এরপর বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করে না পেয়ে সাত অক্টোবর আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজ স্কুল ছাত্রীকে ফিরে পেতে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। রাজবাড়ীতে আট রোহিঙ্গা আটক নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ১৭ অক্টোবর ॥ রাজবাড়ীতে আট রোহিঙ্গাকে আটক করেছে গোয়ালন্দ থানা পুলিশ। এর মধ্যে পাঁচ নারী ও তিনজন পুরুষ। সকালে গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় নামক এলাকা থেকে চট্টগ্রাম থেকে সাতক্ষীরাগামী ঈগল পরিবহন থেকে তাদের আটক করা হয়।
×