ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পল্লবীতে আগ্নেয়াস্ত্রসহ আটক ৮

প্রকাশিত: ১২:২৭, ১৮ অক্টোবর ২০১৯

পল্লবীতে আগ্নেয়াস্ত্রসহ আটক ৮

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্লবীতে ৯টি আগ্নেয়াস্ত্রসহ আটজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃতরা হচ্ছেনÑ আবু তালেব (৩৯), ইয়াছিন আলী (৪৬), আবু বাক্কার (৩৫), মোকলেছুর রহমান (৩৮), আব্দুর রাজ্জাক (৩৯), ছারোয়ার আলম (৩৩), হামিদুল ইসলাম (৩৬) ও মোরশেদুল ইসলাম (৩৪)। তাদের কাছ থেকে সাতটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, একটি শটগান ও বিভিন্ন রঙের ৮৫ রাউন্ড (সিসা) কার্তুজ জব্দ করা হয়। বুধবার রাতে র‌্যাব-১০ এর একটি দল বিশেষ অভিযানে মিরপুর-১২ সেকশন এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-১০ অধিনায়ক (সিও) এ্যাডিশনাল ডিআইজি মোঃ কাইয়ুমুজ্জামান খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, জব্দ করা আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি একনলা বন্দুক লাইসেন্সবিহীন অবৈধ অস্ত্র। পিপি জাহাঙ্গীর আলমকে অব্যাহতি স্টাফ রিপোর্টার ॥ ঢাকা জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে। কর্তব্যে অবহেলা ও দায়িত্বহীন আচরণের জন্য তাকে অব্যাহতি দেয়া হলো বলে আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তিনি হলি আর্টিজান হামলা মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ইসমত জাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীকে অব্যাহতির এই আদেশ বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।
×