ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১ দিনে ১ লাখ গ্যাসের চুলা বিক্রি ওয়ালটনের

প্রকাশিত: ১২:২৪, ১৮ অক্টোবর ২০১৯

১ দিনে ১ লাখ গ্যাসের চুলা বিক্রি ওয়ালটনের

বাজারে এলপিজি গ্যাস আসার পর শহরে-গ্রামে সর্বত্রই এখন রান্নাবান্নায় গ্যাসের চুলা ব্যবহার হচ্ছে। ফলে, সম্প্রতি সারাদেশে গ্যাসের চুলার চাহিদা ও বিক্রি বেড়েছে কয়েকগুণ। এই চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করছে দেশের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম এ্যাপ্লায়েন্সের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। তারা সাশ্রয়ী দামে উচ্চ গুণগতমান ও বৈচিত্র্যময় ডিজাইনের গ্যাসের চুলা বাজারে ছেড়েছে। চলতি মাসের ১৪ তারিখে এক দিনে ১ লাখ ইউনিট গ্যাসের চুলা বা গ্যাসস্টোভ বিক্রি করেছে ওয়ালটন। সংশ্লিষ্টরা দাবি করছেন, এটি বাংলাদেশের বাজারের জন্য একটি রেকর্ড। ১ দিনে এত গ্যাসের চুলা আর কখনও বিক্রি হয়নি। গ্যাসের চুলা বিক্রির এই সাফল্য উদযাপনে গত মঙ্গলবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে একটি কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ইভা রেজওয়ানা, এমদাদুল হক সরকার, নজরুল ইসলাম সরকার ও মোহাম্মদ রায়হান, অপারেটিভ ডিরেক্টর রবিউল আলম ভূঁইয়া, ওয়ালটন হোম এ্যাপ্লায়েন্স বিভাগের চীফ অপারেটিং অফিসার (সিওও) আতিকুল ইসলাম, সেলস ও মার্কেটিং প্রধান মাশরুর হাসান ও প্রোডাক্ট ম্যানেজার জানেসার আলীসহ অন্যান্য কর্মকর্তা। ওয়ালটন হোম এ্যাপ্লায়েন্সের সিওও আতিকুল ইসলাম জানান, দামে সাশ্রয়ী, দেখতে সুন্দর, টেকসই ও রান্নায় গ্যাস খরচ কম হওয়ায় বাজারে গ্রাহকপ্রিয়তা পাচ্ছে ওয়ালটন গ্যাস বার্নার। বিক্রি হচ্ছে ব্যাপক। গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে গ্যাসের চুলা বিক্রিতে প্রায় ১৮৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে ওয়ালটনের। বছরের প্রথম ৯ মাসেই পূরণ হয়ে গেছে গ্যাস বার্নার বিক্রির বার্ষিক লক্ষ্যমাত্রা।-বিজ্ঞপ্তি
×