ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চায় জাপান

প্রকাশিত: ১২:২১, ১৮ অক্টোবর ২০১৯

 বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক  জোরদার করতে  চায় জাপান

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে নিযুক্ত জাপানের নয়া রাষ্ট্রদূত নাওকি ইতো বলেছেন, তার দেশ জাপান ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ঘটাতে চায়। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশকালে তিনি এ কথা বলেন। খবর বাসসর। বৈঠকে জাপানের রাষ্ট্রদূত আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনা খুবই উজ্জ্বল এবং বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে জাপান বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করতে চায়। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফ করেন। ঢাকায় জাপানের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী। মুক্তিযুদ্ধের পর জাপান বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করেছে। তিনি আরও বলেন, জাপান সরকারের আর্থিক সহযোগিতায় মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যকার উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এটা দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিতে সহায়তা করেছে। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, তিনি বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিআরজি) একটি চৌকস অশ্বারোহী দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সৌদি প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বাংলাদেশে বর্তমানে খুবই বিনিয়োগ অনুকূল পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে এখানে সৌদি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বৃহস্পতবিার সন্ধ্যায় বঙ্গভবনে সৌদি আরবের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাত করতে এলে তাদের এ আশ্বাস দেন। সৌদি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশে বিদ্যুত ও জ্বালানি খাতে ৩শ’ কোটি মার্কিন ডলার বিনিয়োগের আন্তরিক আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাত শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, সৌদি আরবের এসিডব্লিওএ পাওয়ার-এর চেয়ারম্যান মোহাম্মদ আবু নায়ান সৌদি আরবের দুটি শীর্ষ কোম্পানি এসিডব্লিওএ ও আরামকো ট্রেডিং-এর আট সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যবসায়ী প্রতিনিধি দলের সাক্ষাতকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, তারা বাংলাদেশে একটি দক্ষ ও আধুনিক বিদ্যুত কেন্দ্র নির্মাণ এবং সৌর বিদ্যুত খাতে ৩শ’ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবেন। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে আরামকো ট্রেডিংয়ের ভাইস প্রেসিডেন্ট এম আবদুল সালাম আল-হাজমি, এডব্লিউসিএ পাওয়ার-এর সিইও পেডি পদ্মনাথন এবং এডব্লিউসিএ পাওয়ার-এর চীফ ইনভেস্টমেন্ট অফিসার রজিত নন্দ উপস্থিত ছিলেন। প্রধাানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, রাষ্ট্রপতির সচিবগণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাত ॥ বাংলাদেশের ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন। সাক্ষাত শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, সাক্ষাতকালে রাষ্ট্রপতি বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করেন। রাষ্ট্রপতি এ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান)-এর আসন্ন সম্মেলনে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ইস্যু উত্থাপনে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন।
×