ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জম্মু ও পাঞ্জাবের প্রতিরক্ষা কেন্দ্রে সতর্কতা জারি

প্রকাশিত: ১২:১৪, ১৮ অক্টোবর ২০১৯

জম্মু ও পাঞ্জাবের প্রতিরক্ষা কেন্দ্রে সতর্কতা জারি

ভারতের জম্মু ও পাঞ্জাবের প্রতিরক্ষা কেন্দ্রগুলোতে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। ভারতীয় গোয়েন্দা সূত্রে জঙ্গী হামলার আশঙ্কার কথা জানার পরেই এই সতর্কতা জারি করা হয়। ভারতের জম্মু ও পাঠানকোটে থাকা ভারতীয় বিমানবাহিনীর এয়ারবেসে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবার গোপন সূত্রে খবর আসে, যে কোন সময় হামলা হতে পারে। ফলে এ ধরনের হামলা রোধে আগাম ব্যবস্থা নেয়া হয়েছে। শিলং টাইমস। এর আগেও জম্মু ও পাঞ্জাবের প্রতিরক্ষা কেন্দ্রগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। কিন্তু কয়েক দিন আগে সে সতর্কতার মাত্রা কমিয়ে দেয়া হয়। এর পরেই ভারতীয় গোয়েন্দা সূত্রে জঙ্গী হামলার আশঙ্কার কথা জানানো হতেই ফের সতর্কতা জারি করা হয়। গত সেপ্টেম্বরে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছিল, ৮ থেকে ১০ জনের জয়শ-ই-মোহাম্মদ জঙ্গী দল ভারতে প্রবেশ করেছে।
×