ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রুডোকে সমর্থন দিলেন ওবামা

প্রকাশিত: ১২:১৪, ১৮ অক্টোবর ২০১৯

ট্রুডোকে সমর্থন দিলেন ওবামা

কানাডার আসন্ন সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রতি সমর্থন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা বুধবার টুইটে, সোমবারের সাধারণ নির্বাচনে ট্রুডোকে পুনরায় নির্বাচিত করতে কানাডীয়দের প্রতি আহ্বান জানান। তিনি লেখেন ‘প্রেসিডেন্ট থাকার সময় আমি ট্রুডোর সঙ্গে কাজ করে গর্বিত ছিলাম। তিনি একজন কঠোর পরিশ্রমী, কার্যকর নেতা যিনি জলবায়ু পরিবর্তনের মতো বড় বড় ইস্যু নিয়ে কাজ করছেন।’ সিএনএন। ওবামা আরও লেখেন, বিশ্বে তার প্রগতিশীল নেতৃত্ব প্রয়োজন এবং আমি আশা করছি আমাদের উত্তরের প্রতিবেশীরা আরেক মেয়াদের জন্য তাকে সমর্থন করবেন। সাবেক প্রেসিডেন্টের ওভাল অফিসে বসার পর থেকেই এই জুটির বন্ধুত্বের প্রতি ওবামার সমর্থন অব্যাহত রয়েছে। ওবামা তার প্রতি এমন এক সময় সমর্থন জানালেন যখন ট্রুডো নির্বাচেনে কনজারভেটিভ দলের নেতা এ্যান্ড্রিউ শিয়ারের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে যাচ্ছেন এবং সাম্প্রতিক ব্লাকফেস বিতর্কের পর কিছুটা বেকায়দায় রয়েছেন। গত মাসে টাইম ম্যাগাজিন ট্রুডোর ২০০১ সালে স্কুলশিক্ষক থাকার সময়কার বাদামি মুখের ছবি প্রকাশ করে। ট্রুডো ক্ষমা প্রর্থনা করে স¦ীকার করেন হাইস্কুলের শিক্ষক থাকার সময় একটি প্রতিযোগিতা উপলক্ষে তিনি মুখে কালো রং মেখেছিলেন। সেখানে তিনি ঐতিহ্যবাহী জামাইকান লোকসঙ্গীত ‘ ডে-ও’ গেয়েছিলেন। এর কয়েকদিন পর ট্রুডোর বিরুদ্ধে একই ধরনের আরও দুটি বর্ণবাদী অভিযোগ ওঠে। তিনি তার জন্যও ক্ষমা চান। তিনি এও বলেন তিনি জানতেন না কয়বার বর্ণবাদী মেকআপ নিয়েছেন।
×