ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝলক

প্রকাশিত: ১১:৩৪, ১৮ অক্টোবর ২০১৯

ঝলক

মুখের কথায় চলে মোটরসাইকেল রাস্তায় প্রায়ই বিশেষভাবে তৈরি (মডিফাইড) গাড়ি চোখে পড়ে। অনেকেই নানা ধরনের যন্ত্রাংশ দিয়ে বা রং-বেরঙে সাজিয়ে তোলেন শখের গাড়িটি। সম্প্রতি অনলাইনে এমনই এক মোটরসাইকেলের ভিডিও। আশ্চর্য ও মোটরসাইকেলটির মালিক মোহাম্মদ সাঈদ নামে এক ব্যক্তি। তিনি ভারতের উত্তর প্রদেশের বরেলি এলাকার বাসিন্দা। সাঈদ তার মোটরসাইকেলের নাম রেখেছেন ‘টারজান’। সেটি তার ভয়েস কমান্ড অর্থাৎ কণ্ঠস্বরের নির্দেশ শুনে কাজ করে। এতে রয়েছে একটি ‘মিনি এটিএম বুথ’, মালিকের ভয়েস কমান্ড শুনে খুচরা পয়সা দেয় সেটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ৭০ বছর বয়সী সাঈদের লাল রঙের মোটরসাইকেল ‘টারজান’ তার ভয়েস কমান্ড অনুযায়ী কাজ করছে। ভয়েস কমান্ড শুনে সেটি স্টার্ট নিচ্ছে, গান শোনাচ্ছে। এমনকি এটিএম থেকে পাঁচ রুপীর কয়েনও বের করে দিচ্ছে। ইউটিউবের ভিডিটিওর বর্ণনায় দেখা যায়, সাঈদ একজন স্বপ্রশিক্ষিত ইলেকট্রিশিয়ান, স্টান্ট ম্যান, সেলসম্যান, সর্বোপরি বিনোদনদাতা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বহু মানুষের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন তিনি। -এনডিটিভি কুকুরের জন্য হারানো বিজ্ঞপ্তি! ব্রিটেনের ব্রেডব্যারি শহরের ক্যামেরন (৭) নামে এক শিশু তার পালিত কুকুর চুরি হয়ে যাওয়ায় সেটি ফিরে পেতে হারানো বিজ্ঞপ্তি দিয়েছে। চারজনের ছোট পরিবার তাদের। মা স্ট্যাসি ডোনাল্ডসন, বাবা ক্রেগ এ্যান্ড্রু, ক্যামেরন ও তাদের কুকুর রাফ। এ্যান্ড্রু বাগানের ব্যবসা করেন। গত ৯ অক্টোবর সকালে এক কাজে স্টকপোর্টের ফেয়ারফিল্ড এভিনিউতে যান তিনি। সেখানে রাস্তার পাশে নিজের গাড়িটি পার্ক করেন। তারপর ব্যস্ত হয়ে পড়েন গাড়ি থেকে যন্ত্রপাতি নামাতে। সে সময় গাড়ির ভেতরেই ছিল রাফ। কয়েক মিনিট পর এ্যান্ড্রু ফিরে দেখেন গাড়ির ভেতর থেকে চুরি হয়ে গেছে রাফ। আশপাশে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। রাফ ছিল বোস্টন টেরিয়ার জাতের কুকুর। চার বছর বয়সী এ কুকুরটির প্রাণঘাতী রোগ আছে। কুকুর চুরি হওয়ায় বিপর্যস্ত ক্যামেরন নিজের সঙ্গে রাফের ছবি এঁকে একটি হারানো বিজ্ঞপ্তির পোস্টার তৈরি করে। তাতে লেখা- কুকুরটি অনেক তুলতুলে আর আদুরে। দেখতেও খুব সুন্দর। আমরা ওকে যতটা চিনতাম, ও নিজেও আমাদের ঠিক ততটাই চিনত। আমরা ওকে খুব মিস করি। চাই ও ঘরে ফিরে আসুক। রাফের আঁকা পোস্টারটি ফেসবুকে শেয়ার করেন মা স্ট্যাসি। রাফকে সুরক্ষিত অবস্থায় খুঁজে দিলে এক হাজার পাউন্ড পুরস্কার দেবে বলে জানান তিনি। -ইন্ডিয়া টাইমস
×