ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাব্য সঙ্কট ॥ শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত: ১৩:০৩, ১৭ অক্টোবর ২০১৯

নাব্য সঙ্কট ॥ শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৬ অক্টোবর ॥ কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে নাব্য সঙ্কট ভয়াবহ আকার ধারণ করায় অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে ঘাট কর্তৃপক্ষ। নাব্য সঙ্কট নিরসনের আগ পর্যন্ত বিকল্প হিসেবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ ব্যবহারের পরামর্শ দিয়েছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত থেকে নৌপথ বন্ধের ঘোষণা দেয়া হয়। বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ি ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে। স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, নাব্য সঙ্কটে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বুধবার ৪র্থ দিনের মতো ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর আগে রবিবার দুপুর ২টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তবে ঘাটে ৩ ছোট ফেরি রেডি আছে। যেগুলো দিয়ে বিশেষ প্রয়োজনে লাশবাহী গাড়ি অথবা এ্যাম্বুলেন্স পার করা হবে। বুধবার দুপুরে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় আটকে আছে প্রায় ৪ শতাধিক যান। এর মধ্যে ট্রাকের সংখ্যাই বেশি। এছাড়া অল্পকিছু প্রাইভেটকারও রয়েছে। এই রুটে ১৭ ফেরি চলাচল করে। নাব্য সঙ্কট রোধে ক্রমাগত ড্রেজিং চলছে। আগামী শুক্রবারের এই চ্যানেল খুলে দেয়ার কথা রয়েছে।
×