ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘দ্য হান্ড্রেড’

প্রকাশিত: ১২:২৫, ১৭ অক্টোবর ২০১৯

‘দ্য হান্ড্রেড’

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড এ্যান্ড ওয়েলসে আগামী বছর জুলাই-আগস্টে অনুষ্ঠিতব্য ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেট টুর্নামেন্টে সাকিব আল হাসানের নাম সবার আগে জানা গেছে। ১০০ বলের ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফটে (খসড়া তালিকায়) এরপর তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ মিঠুনও আছেন। তাও জানা হয়েছে। এখন আরও ৫ ক্রিকেটার আছেন। তা খোলাসা হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, আবু হায়দার রনি ও তাসকিন আহমেদও খসড়া তালিকায় স্থান পেয়েছেন। এই টুর্নামেন্টের প্রথম আসরের প্লেয়ার ড্রাফট এরই মধ্যে প্রকাশিত হয়েছে। প্রকাশিত তালিকাতেই বাংলাদেশের মোট ১১ ক্রিকেটার থাকার বিষয়টি জানা গেছে। ইংল্যান্ডের স্থানীয় ও বিদেশী মিলিয়ে তালিকায় আছেন ৩৩০ জন ক্রিকেটার। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য সাকিব ও তামিমের। দু’জনের মূল্যমান ধরা হয়েছে ১ লাখ পাউন্ড (প্রায় ১ কোটি ৭ লাখ টাকা)। মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ৬০ হাজার পাউন্ড (প্রায় ৬৫ লাখ টাকা)। মুশফিক, লিটন দাস ও ইমরুলের ভিত্তিমূল্য ৪০ হাজার পাউন্ড (প্রায় ৪৪ লাখ টাকা) করে। বাকিদের ভিত্তিমূল্য ঠিক করা হয়নি। তাদের মূল্যমান নির্ধারণ করা হবে ড্রাফটে। সাকিব-তামিমের চেয়ে বেশি ভিত্তিমূল্য রাখা হয়েছে ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, কাগিসো রাবাদা, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নারের। এই ৬ জনের ভিত্তিমূল্য সমান ১ লাখ ২৫ হাজার পাউন্ড করে। সাকিব-তামিমের সমান ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছে মোহাম্মদ আমির, ট্রেন্ট বোল্ট, ডোয়াইন ব্রাভো, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, এ্যারন ফিঞ্চ, রশিদ খান, সন্দ্বীপ লামিচানে, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, সুনীল নারাইন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শেন ওয়াটসন ও কেন উইলিয়ামসনের। ভারতীয়দের মধ্যে একমাত্র হরভজন সিং শুরুতে ড্রাফটে যুক্ত হলেও আইপিএলে মনোযোগ দিতে নাম প্রত্যাহার করে নিয়েছেন। বিসিসিআই তাকে জানিয়ে দিয়েছে, অবসর না নেয়ার আগ পর্যন্ত বিদেশী টি২০ লীগে খেলার সুযোগ নেই। এছাড়া ড্রাফটে আগ্রহ দেখাননি এবি ডি ভিলিয়ার্সের মতো তারকা ক্রিকেটার। আগামী বছরের ১৭ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত ৮টি দল নিয়ে ইংল্যান্ডে চলবে ক্রিকেটের নতুন সংস্করণ ‘দ্য হান্ড্রেড’। ১০০ বলের প্রথম এই টুর্নামেন্টে আটটি শহরভিত্তিক দল অংশগ্রহণ করবে। এই আট দল হলো লন্ডন (দুটি দল), বার্মিংহ্যাম, ম্যানচেস্টার, লিডস, নটিংহ্যাম, কার্ডিফ এবং সাউদাম্পটন। সবমিলিয়ে ৩৮ দিনের এই খেলায় ৮ দল মোট ৩৬টি ম্যাচ খেলবে। প্রতিটা দল ৪টি করে হোম-গেম খেলবে। এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ১১ ক্রিকেটার আছেন।
×