ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন বছর পরপর বিশ্বকাপ চান সৌরভ

প্রকাশিত: ১২:২২, ১৭ অক্টোবর ২০১৯

তিন বছর পরপর বিশ্বকাপ চান সৌরভ

স্পোর্টস রিপোর্টার ॥ সৌরভ গাঙ্গুলী ভারতীয় বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন ২৩ অক্টোবর। অনেক নাটকীয়তার পর প্রার্থী হিসেব কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় চলতি সপ্তাহে সেটি নিশ্চিত হয়ে যায়। মুম্বাই থেকে মঙ্গলবার কলকাতায় ফিরে আসেন সৌরভ। সেখানে তাকে দেয়া হয় উষ্ণ অভ্যর্থনা। মহারাজের নতুন পরিচয়ে কলকাতায় পা দেয়ার পর উচ্ছ্বাসের বন্যা বয়ে যায় শহরটির মানুষদের মধ্যে। সেখানেই মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে সৌরভ জানিয়েছেন, তিন বছর পরপর বিশ্বকাপ আয়োজন করা হোক, এমনটা তিনিও চান। আইসিসির সভায় আগেই সিদ্ধান্ত হয় প্রতি বছর একটি করে টি২০ বিশ্বকাপ আয়োজনের। একই সঙ্গে প্রস্তাব আসে তিন বছর পরপর ৫০ ওভারের ফরমেটের বিশ্বকাপ আয়োজন করা যায় কি না- সেটা। যেটা নিয়ে বিসিসিআই’র সভাপতির মসনদে বসতে যাওয়া সৌরভ নিজের মতামত জানিয়েছেন, ‘কখনও কখনও কম জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। আমাদের এ কারণে এ বিষয়টার প্রতি নজর দেয়া উচিত। আমার মনে হয়, ৫০ ওভারের বিশ্বকাপ এগিয়ে আনার ব্যাপারে আইসিসির আরও ভাবতে হবে।’ যদিও এখনও পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার অধিকার অর্জিত হয়নি সৌরভের। তিনি বিসিসিআইয়ের দায়িত্ব নেয়ার পর আইসিসিতে গিয়ে কথা বলার সুযোগ পেলেই কেবল তা নিয়ে কথা বলতে চান, ‘আইসিসি এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যা নিয়ে এখন আমার কথা বলার কোন অবস্থা নেই। যখন আমি এ নিয়ে কথা বলার সুযোগ পাব তখন বলব।’ ওদিকে বিসিসিআই’র মসনদে বসতে যাওয়া সৌরভকে অভিনন্দন জানিয়ে টুইট, ভিডিও বার্তার বন্যা বয়ে যাচ্ছে। শুভাকাক্সিক্ষর তালিকায় শত্রুদেশ পাকিস্তান তারকা শোয়েব আকতার যেমন আছেন, তেমনি আছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনও। আবার মাঠে নামছেন শচীন-লারা-মুরালিরা স্পোর্টস রিপোর্টার ॥ নতুন একটি টি২০ টুর্নামেন্ট চালু হতে যাচ্ছে। ভারতে সড়ক নিরাপত্তা নিয়ে প্রচারণামূলক এই টুর্নামেন্টে খেলবেন শচীন টেন্ডুলকর, বীরেন্দ্র শেবাগ, ব্রায়ান লারা, মুত্তিয়া মুরলিধরন, জ্যাক ক্যালিস, ব্রেট লি’র মতো বিশ্ব ক্রিকেটের সাবেক তারকারা। ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ’ নামের এই টুর্নামেন্টের প্রথম আসর হবে ২০২০ সালের ২ থেকে ১৬ ফেব্রুয়ারি, মুম্বাইয়ে। ভারত লিজেন্ডস, অস্ট্রেলিয়া লিজেন্ডস, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস, শ্রীলঙ্কা লিজেন্ডস ও ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস নামে পাঁচটি দল খেলবে এই টুর্নামেন্টে। এরই মধ্যে ১১০ জন সাবেক ক্রিকেটার টুর্নামেন্টে খেলার কথা নিশ্চিত করেছেন। ভারতের মহারাষ্ট্র সরকারের সড়ক নিরাপত্তা বিভাগ একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সহযোগিতায় আয়োজন করছে এই টুর্নামেন্ট। আগামী ১০ বছরে ভারতের নানা শহরে পর্যায়ক্রমে এই টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের। ২০১৩ সালে অবসর নেয়ার পর এই নিয়ে তৃতীয়বারের মতো মাঠে ফিরছেন গ্রেট শচীন। ২০১৪ সালে তিনি লর্ডসে একটি ওয়ানডে খেলেছিলেন এমসিসি’র হয়ে বিশ্ব একাদশের বিপক্ষে। ২০১৫ সালে আমেরিকায় খেলেছিলেন টি২০ প্রদর্শনী সিরিজ। তিন ম্যাচের ওই সিরিজে শচীন একাদশের প্রতিপক্ষ ছিল শেন ওয়ার্ন একাদশ। আর লারা, মুরলিধরন, শেবাগরা বিভিন্ন প্রদর্শনী টি২০’র পাশাপাশি খেলেছেন ২০১৬ মাস্টার্স চ্যাম্পিয়ন্স লীগে।
×