ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বর্ষসেরার জন্য মনোনীত টম্পসন

প্রকাশিত: ১২:১৬, ১৭ অক্টোবর ২০১৯

বর্ষসেরার জন্য মনোনীত টম্পসন

স্পোর্টস রিপোর্টার ॥ বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীতদের তালিকা প্রকাশ করেছে আইএএএফ ওয়ার্ল্ড। মহিলাদের ১১ জনের এই তালিকায় জায়গা করে নিয়েছেন ক্যাটেরিনা জনসন টম্পসন। সদ্য সমাপ্ত বিশ্বচ্যাম্পিয়নশিপে হেপ্টাথলনে ব্রিটেনকে স্বর্ণপদক উপহার দিয়েছিলেন তিনি। বিশ্ব আউটডোরে এটাই তার প্রথম পদক। কাতারের দোহায় ৬,৯৮১ পয়েন্ট স্কোর গড়ে স্বর্ণপদক জয়ের স্বাদ পান তিনি। তার আগে চলতি বছরের মার্চে ইউরোপিয়ান ইনডোর পেন্টাথলনেও পদক জিতেছিলেন ২৬ বছরের এই এ্যাথলেট। এবার যেন তারই পুরস্কার পেতে চলেছেন গ্রেট ব্রিটেনের এই সফল প্রতিনিধি। আগামী ২৩ নবেম্বর ফ্রান্সের মোনাকোতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বর্ষসেরা খেলোয়াড়ের নাম। গত মাসের ২৭ তারিখে কাতারের দোহায় পর্দা উঠেছিল বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের। এটা ছিল টুর্নামেন্টের ১৭তম সংস্করণ। বিশ্বচ্যাম্পিয়নশিপের এবারের আসরে নিজেদের মেলে ধরতে পারেননি গ্রেট ব্রিটেনের এ্যাথলেটরা। যে কারণে খুব ভাল সাফল্য নেই দেশটির এ্যাথলেটদের নামের পাশে। পদক জয়ের তালিকাতেও গ্রেট ব্রিটেনের দৈন্যদশা। কাতারের দোহায় ১০ দিনের এই টুর্নামেন্টে এবার মাত্র দুটি স্বর্ণপদক জিতেছে গ্রেট ব্রিটেন। ক্যাটারিনা জনসন-থম্পসন হেপ্টাথলনে ব্রিটিশদের হয়ে দ্বিতীয় স্বর্ণপদক জেতেন। ২০০ মিটারে স্বর্ণপদক জিতে এবার ইতিহাস গড়েছেন দিনা-এ্যাশার স্মিথ। ব্রিটিশদের এটাই প্রথম স্বর্ণ। ১০০ মিটারেও রৌপ্য জিতেন দিনা এ্যাশার স্মিথ। এছাড়া ৪ গুণিতক ১০০ মিটারে দুটি রৌপ্যসহ তাদের মোট পদক সংখ্যা ছয়টি। গত ১৪ বছরের ইতিহাসে এটাই তাদের বাজে পারফর্মেন্স। ২০০৫ সালে হেলসিঙ্কিতে মাত্র তিনটি পদক জিতেছিল গ্রেট ব্রিটেন। ট্র্যাক এ্যান্ড ফিল্ডে এবারও ঝড় তুলেছেন শেলি এ্যান ফ্রেজার প্রাইস। দোহার বিশ্বচ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে চমকপ্রদ পারফর্ম করেই স্বর্ণপদক জিতেন তিনি। সেই সঙ্গে প্রথম এ্যাথলেট হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে চার সোনা জয়ের ইতিহাস গড়লেন এই জ্যামাইকান স্প্রিন্টার। সন্তান জন্মের মাত্র দুই বছর পরই অসামান্য এই নজির গড়লেন ৩২ বছরের শেলি এ্যান ফ্রেজার প্রাইস। ১০.৭১ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে ১০০ মিটারে প্রথম হন শেলি এ্যান ফ্রেজার প্রাইস। চলতি বছরে ১০০ মিটারে এটাই সেরা টাইমিংয়ের রেকর্ড। এ যাবতকালের ইতিহাসে যা চতুর্থ সেরা দ্রুতগতির পারফর্মেন্স। জ্যামাইকান স্প্রিন্টার এই ইভেন্টে পরাজিত করেছেন গ্রেট ব্রিটেনের দিনা এ্যাশার স্মিথকে। ১০.৮৩ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে রৌপ্য জিতেও ইতিহাস গড়েছেন দিনা স্মিথ। তৃতীয় হয়েছেন আইভরি কোস্টের মারিয়ে-জোসে তা লোউ। স্বর্ণপদক জয়ের সৌজন্যে শেলি এ্যান ফ্রেজারও জায়গা করে নিয়েছেন ১১জন মনোনীত খেলোয়াড়ের তালিকায়। অন্তঃসত্ত্বার কারণে ২০১৭ সালের পুরোটা সময়ই বিশ্রামে ছিলেন ফ্রেজার। প্রথম সন্তান জিওনের জন্মের পর গত বছরই ট্র্যাকে ফিরেন তিনি। এবার গতির ঝড় তুলে জিতে নিলেন শ্রেষ্ঠত্বের মুকুট। এর আগে ২০০৯ বার্লিন, ২০১৩ মস্কো এবং ২০১৫ সালে বেজিংয়ে অনুষ্ঠিত বিশ্বচ্যাম্পিয়নশিপের এই ডিসিপ্লিনে সোনা জিতেছিলেন তিনি। এবার চ্যাম্পিয়ন হওয়ার সৌজন্যে বিশ্বচ্যাম্পিয়নশিপের এই ইভেন্টে সর্বোচ্চ সোনা জয়ের তালিকায় এখন সবার ওপরে ফ্রেজার-প্রাইসের নাম। এই কীর্তি গড়ে তিনি পেছনে ফেলেছেন তিনটি করে জেতা তারই স্বদেশী কিংবদন্তি উসাইন বোল্ট, যুক্তরাষ্ট্রের কার্ল লুইস এবং মরিস গ্রিনকে।
×