ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামালপুর হাসপাতাল

ঘুষের টাকাসহ অফিস সহকারী আটক

প্রকাশিত: ১২:০৪, ১৭ অক্টোবর ২০১৯

ঘুষের টাকাসহ অফিস সহকারী আটক

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৬ অক্টোবর ॥ ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কাজী গোলাম মোস্তফা খোকনকে নার্সদের কাছ থেকে ৩৬ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে আটক করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বুধবার সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের একটি দল তার কার্যালয় থেকে তাকে আটক করেছেন। দুদক সূত্রে জানা গেছে, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকের কার্যালয়ের অফিস সহকারী কাজী গোলাম মোস্তফা খোকন হাসপাতালে ২৯ স্টাফ নার্সদের শ্রান্তি বিনোদন ভাতার বিল পাস করতে হয়রানি, গড়িমসি ও মোটা অংকের ঘুষ দাবি করে আসছিলেন। এক পর্যায়ে সিনিয়র স্টাফ নার্স রোখসানা বেগম অন্য নার্সদের নিয়ে অফিস সহকারীর দাবি করা জনপ্রতি এক হাজার ৫০০ টাকা করে ঘুষ দিতে রাজি হন। তাদের কথা অনুযায়ী বুধবার সেই ঘুষের টাকা গ্রহণের কথা ছিল। কিন্তু সিনিয়র স্টাফ নার্স রোখসানা বেগম একদিন আগেই অর্থাৎ মঙ্গলবার দুদকের কাছে অভিযোগ করে অফিস সহকারীকে আটকের ফাঁদ পাতেন। নার্সদের অভিযোগের ভিত্তিতেই দুদকের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি আভিযানিক দল বুধবার সকালে অফিস সহকারী কাজী গোলাম মোস্তফার প্যান্টের পকেট থেকে ঘুষের নগদ ৩৬ হাজার টাকাসহ তাকে আটক করেন। তার প্যান্টের অন্য পকেট থেকে নগদ আরও ২৭ হাজার ৩২ টাকা এবং তল্লাশি চালিয়ে অফিসের আলমিরা থেকে নগদ আরও ৭০ হাজার টাকা জব্দ করেন।
×