ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৃষি ব্যাংকের খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪৮, ১৭ অক্টোবর ২০১৯

কৃষি ব্যাংকের খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের কর্মপরিকল্পনা বিষয়ক খুলনা বিভাগীয় সম্মেলন বুধবার খুলনার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ কৃষি ব্যাংকের খুলনা বিভাগের নিরীক্ষা কর্মকর্তা, কর্পোরেট শাখা প্রধান, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির খুলনা বিভাগের মহাব্যবস্থাপক মিলন কুমার নন্দী। সম্মেলনে বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগের ৮৮ শাখার শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রধান অতিথি বলেন, বাংলাদেশের বাজার ব্যবস্থার বিকাশই উন্নয়নশীল অর্থনীতির সম্ভাবনা নির্দেশ করে। দেশের প্রত্যন্ত এলাকার বিকাশমান শক্ত অর্থনৈতিক অবস্থান ও নিত্য প্রয়োজন মেটানোর পরেও মানুষের হাতে উদ্বৃত্ত অর্থ উন্নত অর্থনীতির বৈশিষ্ট্য বহন করে। ডিম, দুধ, মাছ ও মাংস উৎপাদন এবং ভোগের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক মানের কাছাকাছি পৌঁছে গেছি।
×