ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিলভা ফার্মার লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ১১:৪৬, ১৭ অক্টোবর ২০১৯

সিলভা ফার্মার লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিলভা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা এবং চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৪১ টাকা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। কোম্পানিটির এজিএম আগামী ২৫ নবেম্বর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ নবেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার খামার করতে জমি লিজ নিয়েছে বীচ হ্যাচারি মাছের খামার করতে ময়মনসিংহে ১০১.১৯ একর জমি লিজ নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীচ হ্যাচারি লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে, বীচ হ্যাচারি আগামী ৫ বছরের জন্য ময়মনসিংহের ত্রিশালে তেপাপিয়া, পাঙ্গাস, সরপুঁটি, কৈ এবং অন্যান্য মাছ চাষাবাদ করার জন্য জমি লিজ নিয়েছে। কোম্পানিটির শেয়ারহোল্ডার এবং ম্যানেজমেন্টের স্বার্থে এই ফার্ম ফলপ্রসূ হবে বলে আশা করছে কোম্পানি কর্তৃপক্ষ। -অর্থনৈতিক রিপোর্টার
×