ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এমপিও নীতিমালা বাতিল না করা হলে আমরণ অনশনের ঘোষণা নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের

প্রকাশিত: ১১:০০, ১৭ অক্টোবর ২০১৯

এমপিও নীতিমালা বাতিল না করা হলে আমরণ অনশনের ঘোষণা নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের

স্টাফ রিপোর্টার ॥ এমপিও নীতিমালা আজ বৃহস্পতিবারের মধ্যে বাতিল করা না হলে আমরণ অনশনের যাওয়ার হুমকি দিয়েছেন আন্দোলনরত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে অবস্থান কর্মসূচীর দ্বিতীয় দিন এ ঘোষণা দেয়া হয়। দাবি পূরণ না হলে আজ বিকেল অথবা আগামীকাল শুক্রবার সকাল থেকে আমরণ অনশন শুরু হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী সংগঠন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি শফিকুল ইসলাম। তিনি বলেছেন, চলতি মাসের ৭ তারিখে মানববন্ধন করে আমরা আল্টিমেটাম দিয়েছিলাম যে ১৫ তারিখের মধ্যে নীতিমালা স্থগিত না করলে ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা না করলে আমরা নীতিমালা স্থগিত এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশে লাগাতার অবস্থানের কর্মসূচী দেব। ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচীতে বসেছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, বৃহস্পতিবারের মধ্যে যদি আমাদের দাবি পূরণ না হয়, তাহলে আমাদের স্পষ্ট ঘোষণা আমরা আমরণ অনশনে যাব।
×