ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৭ নবেম্বর সংসদের পঞ্চম অধিবেশন

প্রকাশিত: ১০:৫৭, ১৭ অক্টোবর ২০১৯

৭ নবেম্বর সংসদের পঞ্চম অধিবেশন

সংসদ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন আগামী ৭ নবেম্বর বিকেল সোয়া চারটায় শুরু হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বুধবার এই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সংসদের এ অধিবেশন আহ্বান করা হয়েছে। ফলে এই অধিবেশনও সংক্ষিপ্ত হবে। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচী চূড়ান্ত হবে। চতুর্থ অধিবেশনের মতো পঞ্চম অধিবেশনও মাত্র এক সপ্তাহ চলতে পারে বলে আভাস পাওয়া গেছে। এর আগে গত ৮ সেপ্টেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়ে চলে চার কার্যদিবস। সংক্ষিপ্ত ওই অধিবেশনে একটি বিল পাস হয়।
×