ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অযোধ্যা মামলার শেষ দিনের শুনানি

প্রকাশিত: ১০:০৪, ১৭ অক্টোবর ২০১৯

অযোধ্যা মামলার শেষ দিনের শুনানি

রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি শেষ হতে চলেছে। বুধবারের মধ্যে দৈনিক শুনানি শেষ করার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। অযোধ্যা মামলায় দৈনিক শুনানির ৪০তম দিন ছিল বুধবার। এনডিটিভি। রঞ্জন গগৈ প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন ১৭ নবেম্বর। তার আগেই সুপ্রীমকোর্ট অযোধ্যা মামলার রায় ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার প্রবীণ আইনজীবীকে পরাসরণ রাম মন্দিরের পক্ষ নিয়ে বলেন, হিন্দুরা শতাব্দীর প্রাচীন এই জায়গাটিকে রামের জন্মস্থান বলে বিশ্বাস করে লড়াই করে আসছে। প্রয়োজনে মুসলিমরা যে কোন মসজিদে গিয়েই নামাজ পড়তে পারেন। তিনি বলেন, শুধু অযোধ্যাতেই ৫৫ থেকে ৬০টি মসজিদ রয়েছে। কিন্তু হিন্দুদের মতে এটি ভগবান রামের জন্মস্থান। আমরা জন্মস্থান পরিবর্তন করতে পারি না। কিন্তু বাবরি মসজিদের পক্ষে থাকা মুসলিম সম্প্রদায় বলছে, ১৯৮৯ সাল পর্যন্ত অযোধ্যাতে এই জমির অধিকার নিয়ে হিন্দুদের পক্ষ থেকে কোন দাবি তোলা হয়নি। তাই মুসলমানরা ১৯৯২ সালের ডিসেম্বর মাসে বাবরি মসজিদ ভেঙ্গে দেয়ার পর তা পুনরায় স্থাপনের দাবি তোলেন।
×