ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নওগাঁয় শিশু চোর আজিজাকে আদালতে সোপর্দ

প্রকাশিত: ০৪:২৩, ১৬ অক্টোবর ২০১৯

নওগাঁয় শিশু চোর আজিজাকে আদালতে সোপর্দ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ আজ বুধবার নওগাঁর শিশু চোর আজিজা বেগম (৪০) কে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেফতারের পর আজিজা বেগম পুলিশকে জানায়, ঠাকুরগাঁও জেলায় তার মেয়ের বিয়ে হয়েছে কয়েকবছর আগে। এখনো তার কোন সন্তান হয়নি। একারনে সে স্বামীর সংসারে অশান্তি ভোগ করছে। ইতোমধ্যেই সে অসুস্থ হয়ে পড়ে। তাই ওই মেয়ের কোলে শিশুটিকে তুলে দেয়ার জন্যই তাকে চুরি করে আজিজা। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার ওসি (তদন্ত) ফায়সাল বিন আহসান জানান, শিশু চোর আজিজা বেগম নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের খাদাইল গ্রামের মোঃ আবুল কালামের স্ত্রী। গত ৫ অক্টোবর নওগাঁ সদর হাসপাতার থেকে আজিজা বেগম ৫ মাসের শিশু মুসাকে চুরি করে নিয়ে যায়। ১৫ অক্টোবর সকালে (মঙ্গলবার) ঠাকুরগাঁও শহর থেকে শিশুটিকে উদ্ধারসহ আজিজাকে গ্রেফতার করা হয়।
×