ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মরা ইঁদুরের গন্ধে বৈঠক পণ্ড

প্রকাশিত: ১১:৩২, ১৬ অক্টোবর ২০১৯

মরা ইঁদুরের গন্ধে বৈঠক পণ্ড

ইরান থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে বিধান সভায় বৈঠক ছিল বিএস ইয়েদুরাপ্পার। কিন্তু মরা ইঁদুরের গন্ধে শেষ পর্যন্ত বৈঠক অন্য ঘরে সরাতে হয় ভারতের কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রীকে। কর্নাটকের এই ঘটনায় বিদেশী প্রতিনিধিদের সামনে কিছুটা লজ্জায় পড়েন মুখ্যমন্ত্রী। সোমবার ইরানী প্রতিনিধি দল এবং ভারতীয় মজদুর সংঘের প্রতিনিধিদের সঙ্গে বিধানসৌধের কমিটি রুমে বৈঠক ছিল কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার। কমিটি রুমে ঢুকেই পচা গন্ধে নাক কুঁচকে ফেলেন তিনি। এরপরেও বৈঠক শুরু করেন ইয়েদু। কিন্তু মিনিট পাঁচেকের মধ্য তীব্র গন্ধে মিটিং বন্ধ করতে হয় তাকে। নিজের চেম্বারেই মিটিং সারেন তিনি। বিধানসৌধ ও বিকাশসৌধের পেস্ট কন্ট্রোলের জন্য বছরে ২০ লাখ টাকা খরচ করে কর্নাটক সরকার। তারপরেও এই অবস্থা। মিটিং শুরু হওয়ার আগে থেকেই ওখানে বসেছিলেন কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। কিন্তু তারা কেউ এই বিষয়ে আগে থেকে সাবধান করেননি। -ওয়েবসাইট
×