ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পালানোর সময় হিলি সীমান্তে সাদাত গ্রেফতার

প্রকাশিত: ১১:৩০, ১৬ অক্টোবর ২০১৯

পালানোর সময় হিলি সীমান্তে সাদাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি এ এস এম নাজমুস সাদাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ নিয়ে হত্যা মামলায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করল পুলিশ। এই হত্যা মামলায় আসামি মনিরুজ্জামান মনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৪টায় দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা বাজার এলাকা থেকে নাজমুস সাদাতকে গ্রেফতার করা হয়। তিনি বুয়েটের যন্ত্র কৌশল বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী। গ্রেফতারকৃত নাজমুস সাদাত জয়পুরহাট জেলার কালাই থানার কালাই উত্তরপাড়ার হাফিজুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেফতার এড়ানোর জন্য তিনি দিনাজপুর জেলার হিলি বর্ডার দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নাজমুস সাদাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোরে জেলার বিরামপুর কাটলা সীমান্ত থেকে বিরামপুর থানা পুলিশের সহযোগিতায় ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা তাকে গ্রেফতার করে। আমাদের দিনাজপুরের স্টাফ রিপোর্টার জানান, বিরামপুর থানা সূত্রে জানা যায়, বিরামপুরের কাটলা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাটলা এলাকার রফিকুল ইসলামের বাড়িতে অবস্থান করছিল আসামি নাজমুস সাদাত। বিষয়টি ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) খবর পেয়ে বিরামপুর থানা পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালায়। ভোরে সীমান্তবর্তী একটি বেসরকারী উন্নয়ন সংস্থা (গ্রাম উন্নয়ন সংস্থা)’য় কর্মরত রফিকুল ইসলামের বাড়ি থেকে নাজমুস সাদাতকে গ্রেফতার করে পুলিশ। সকালেই তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় ডিবি পুলিশের সদস্যরা। পুলিশ জানিয়েছে, রফিকুল ইসলামের বাড়িটি একইসঙ্গে বাড়ি ও এনজিওর কাজে ব্যবহৃত হয়। সেখান থেকেই আসামিকে আটক করা হয়েছে।
×