ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবরার হত্যা প্রসঙ্গে মন্তব্য

কূটনীতিকরা শিষ্টাচার লঙ্ঘন করেছেন ॥ মোমেন

প্রকাশিত: ১১:২৫, ১৬ অক্টোবর ২০১৯

কূটনীতিকরা শিষ্টাচার লঙ্ঘন করেছেন ॥ মোমেন

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ নিহত হওয়ার ঘটনায় বিবৃতি দিয়ে কূটনীতিকরা শিষ্টাচার লঙ্ঘন করেছেন বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এ ঘটনায় তাদের পদক্ষেপ বন্ধ করা উচিত বলেও জানান তিনি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। -খবর বাংলা নিউজের। এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ নিহত হওয়ার ঘটনায় বিবৃতি দিয়ে কূটনীতিকরা শিষ্টাচার লঙ্ঘন করেছেন। যুক্তরাষ্ট্রে প্রায়ই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত ১৪ অক্টোবর নিউইয়র্কে হামলায় নিহত হয়েছেন। কয়েকদিন আগে টেক্সাসে অনেকেই নিহত হয়েছেন। নিউজিল্যান্ডে ৫০ জন মানুষকে হত্যা করা হলো। এসব হত্যাকাণ্ড নিয়ে সেখানে তো বিবৃতি দেয়া হয় না। তবে এখানে একটু কিছু হলেই বিবৃতি দেয়া হয়। মন্ত্রী বলেন, আবরার হত্যা নিয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। এটা একটি দুর্ঘটনা। তবে এ ঘটনায় আমরা বসে নেই। সরকার থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। সে কারণে কূটনীতিকদের পদক্ষেপ বন্ধ করা উচিত। ৬ অক্টোবর রাতে বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ ব্যাচ) ছাত্র ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। পরে ৭ অক্টোবর হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সবাই এরইমধ্যে গ্রেফতার হয়েছেন।
×