ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পদ্মায় মা ইলিশ শিকার ॥ ১৬ জেলের দণ্ড

প্রকাশিত: ০৯:৩৩, ১৬ অক্টোবর ২০১৯

পদ্মায় মা ইলিশ শিকার ॥ ১৬ জেলের দণ্ড

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৫ অক্টোবর ॥ নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর শিবচর অংশে মা ইলিশ ধরার অপরাধে আরও ১৬ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন নৌকা থেকে ২০ হাজার মিটার জাল ও ৫ মণ ইলিশ জব্দ করা হয়। এনিয়ে গত ৪৮ ঘণ্টায় ৫৫ জনকে সাজা দেয়া হলো। এদিকে আদালত অভিযানে গেলে স্থানীয় জেলেরা ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায়। সোমবার সন্ধ্যায় শিবচরের বন্দরখোলা ইউনিয়নের কাজিরসূরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এক পর্যায়ে গ্রামবাসী ও হালাকারী জেলেরা ম্যাজিস্ট্রেটের বহরকে ডাকাত-ডাকাত বলে চিৎকার দিয়ে ঘেরাও করে। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা শিবচর উপজেলার কাঠালবাড়ি, মাদবরচর, চরজানাজাত, বন্দরখোলা এলাকায় পদ্মা নদীর বিভিন্ন অংশে ডিমওয়ালা মা ইলিশ মাছ ধরে আসছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-নোমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়। অভিযান চলাকালে নদী থেকে ২০ হাজার মিটার জাল উদ্ধার ও প্রায় ৫ মণ ইলিশ জব্দ করা হয়। এছাড়া মাছ ধরার কাজে ব্যবহৃত ৬টি নৌকা বিনষ্ট করা হয়। এ সময় এক জেলেকে আটক করা হলে এলাকার জেলেরা ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের ওপর অতর্কিত হামলা চালায়। শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-নোমান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম শামসুজ্জামান জানান, ঘাটে বাধা যে নৌকাগুলো নিয়ে তারা রাতে মাছ ধরতে নামে। সেই নৌকাগুলো আমরা ছিদ্র করে দেই। এ সময় জেলেরা আমাদের ঘিরে ফেলে এবং অতর্কিত হামলা চালায়।
×