ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্টেট ইউনিভার্সিটিতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা

প্রকাশিত: ১২:২১, ১৫ অক্টোবর ২০১৯

স্টেট ইউনিভার্সিটিতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) উদ্যোগে সোমবার ক্যাম্পাসে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এম. শাহজাহান মিনা। আরও ছিলেন কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও হেড মোহাম্মদ মাসুদ তারেক, সিএসই বিভাগের শিক্ষক মামুন আল রশীদ ও বসুন্ধরা গ্রুপের নেটয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার বিভাগের প্রধান মোহাম্মদ উজ্জ্বল মোল্লা। গ্রীন ইউনিভার্সিটিতে আইইইই উৎসব ॥ ‘সুন্দর আগামীর জন্য উপযোগী টেকনোলজি’ স্লোগান ধারণ করে দিনব্যাপী আইইইই উৎসব করেছে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক। এ সময় কম্পিউটার সায়েন্স এ্যান্ড বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. চৌধুরী ফারহান আহমেদ, ক্যাম্পাস ডিরেক্টর উম্মে রুমান প্রমুখ।
×