ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাসে রক্তপাতে মদদদাতারা ছাত্র রাজনীতি কলুষিত করেছে ॥ রিজভী

প্রকাশিত: ১২:২১, ১৫ অক্টোবর ২০১৯

ক্যাম্পাসে রক্তপাতে মদদদাতারা ছাত্র রাজনীতি কলুষিত করেছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ ছাত্রলীগের অপরাজনীতির অভিযোগে ছাত্র রাজনীতি বন্ধ করাটা গভীর মাস্টারপ্ল্যানের অংশ বলে মনে করছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন. যারা ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে, ক্যাম্পাসে রক্তপাত ও আধিপত্য বিস্তারে মদদ দিয়েছে তারাই প্রকৃত ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে। মানুষের চোখে হেয় করেছে। তারাই এখন ছাত্র রাজনীতিকে বন্ধ করে দিতে চাচ্ছে। সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘এখন দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে’ বক্তব্যের সমালোচনা করে বলেন, ভোটারদের ভোট দিতে না দেয়া কি সুনীতি? এটাতো এক মহাদুর্নীতি। পুলিশ ও সরকারদলীয় ক্যাডারদের দিয়ে দিনে-দুপুরে ভোট জালিয়াতি করাও মহাদুর্নীতি। সোমবার দেশের দুটি উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনের ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ এনে তিনি বলেন, যারা ২৯ ডিসেম্বর মধ্যরাতে নির্বাচন করে, তাদের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আশা করা অরণ্যেরোদন।
×