ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে ১৩ জনকে কারাদন্ড

প্রকাশিত: ১২:৩৬, ১৪ অক্টোবর ২০১৯

লৌহজংয়ে ১৩ জনকে কারাদন্ড

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী থেকে রবিবার মা ইলিশ শিকার ও ক্রয় করার অপরাধে আটক ১৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া অপ্রাপ্ত বয়সের কারণে দুই স্কুল ছাত্রকে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া বিদেশগামী তিন ব্যক্তির সাজার মেয়াদ কমিয়ে দেয়া হয়েছে। এসব তথ্য দিয়ে লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইদ্রিস তালুকদার রাতে জানান, রবিবার দিনভর পদ্মায় অভিযান চালিয়ে ১৩ ব্যক্তিকে মা ইলিশ শিকারের অপরাধে আটক করা হয়। এছাড়া মা ইলিশ কেনার অপরাধে দুই জন মহিলাকে আটক করে লৌহজং থানা পুলিশ। রবিবার রাত ৯টার দিকে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারদন্ড প্রধান করা হয়। মুন্সীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজুল রহমান ও ইলিয়াস শিকাদর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আটক ১৫ জনের মধ্যে দুজন স্কুল ছাত্র হওয়ায় তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে ক্ষমা করে ছেড়ে দেয়া হয়। অপর দিকে তিনজন বিদেশগামী হওয়ায় তাদের ১০ দিন করে জেল প্রদান করা হয়। বাকি ১০ জনকে ১৮ দিন করে কারাদ-াদেশ দেয়া হয়।
×