ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কর দেয়ার ক্ষমতা থাকলেও যারা দিচ্ছে না তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ১০:৪০, ১৪ অক্টোবর ২০১৯

 কর দেয়ার ক্ষমতা থাকলেও যারা দিচ্ছে না তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা ॥ অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইন সবার জন্য সমান। যারা কর দেয়ার ক্ষমতা রাখে অথচ দিচ্ছে না তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি আরও বলেন, দেশে ধনী ব্যক্তিরা ট্যাক্স দিতে পারলেও দেন না। তাই ট্যাক্স আদায়ে তাদের প্রতি কিছুটা হলেও নির্দয় হতে হবে। রবিবার বিকেলে আয়কর এবং শুল্ক ও ভ্যাট বিভাগের রাজস্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। আ হ ম মুস্তফা কামাল বলেন, আপনার বলেছেন ৪৪ লাখ মানুষ এ বছর আয়কর দিয়েছে। কিন্তু আমাদের দেশে চার কোটি মানুষ আয়কর দেয়ার ক্ষমতা রাখে। তাহলে কেন তারা আয়কর দিচ্ছেন না। কোন আইনে বলা আছে তারা আয়কর দেবে না। আইন সবার জন্য সমান। যারা কর দেয়ার ক্ষমতা রাখে অথচ দিচ্ছে না। তাদের বিরুদ্ধে আমাদের আইনী ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ধনী যারা আছেন, যারা এফোর্ট করতে পারেন, তারা এগিয়ে আসেন না। এটা ভাল লক্ষণ না। বিদেশে গিয়ে যে পরিমাণ খরচ করে, এর ১০ ভাগের একভাগও যদি ট্যাক্স হিসেবে দিত, তাহলে দেশের অর্থনীতি আরও মজবুত হতো। সে জন্য আমি মনে করি, কিছুটা হলেও তাদের (ধনী) প্রতি নির্দয় হতে হবে। এভাবে চলতে দেয়া যায় না। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেছেন, জিরো টলারেন্স। তবে যেখানে সাধারণ মানুষকে উপকার করা লাগে, সেখানে সাহায্য করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, কর না দেয়া তো বেআইনী কাজ না। আমরা আইনটি করার জন্য করলাম এটি বাস্তবায়ন করলাম না। এটা কিন্তু ঠিক না। আইনের বাস্তবায়ন করতে হবে। যখন কোন আইনের অপব্যবহার হয় এটা আমাদের দায়িত্ব সেটি কঠোর হস্তে পালন করা। প্রথমে আমরা ভালবাসা দিয়ে করব তারপর না হলে আমরা কঠোর হবো। কর্মকর্তাদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, এটা আপনাদের দায়িত্ব দেশের রেভিনিউ অর্জন করার কয়টা সেক্টর আছে। রেভিনিউ ও ইনকাম ট্যাক্সের আপনারা সবাই আগে বসেন। যে কাস্টমস বোঝেন তিনি ইনকাম ট্যাক্সও বোঝেন। আইনে সহজ সুন্দরভাবে বলা আছে যে, আয়কর বাস্তবায়ন করার কথা। বাস্তবায়ন করার জন্য আমরা নিজেরা যদি নিজেদের ছাড় দেই অথবা ইচ্ছাকৃতভাবে অবহেলা করি কি না এগুলো খেয়াল রাখতে হবে। তাই বাজেটটা আপনারা ভালভাবে পড়বেন। আ হ ম মুস্তফা কামাল বলেন, মানুষ পারে না এমন কোন কিছুই নেই। আপনারা পারবেন দেখে বাজেটে সবকিছু দেখে শুনে করা হয়েছে। দায়িত্ব ঠিকমতো পালন করলে এটি বাস্তবায়ন সম্ভব। এখনও যদি আপনারা যথাযথভাবে কাজ বা দায়িত্ব পালন করেনÑ তাহলে আমাদের যে টার্গেট রয়েছে তা বাস্তবায়ন করা সম্ভব। অর্থমন্ত্রী বলেন, এদেশের মানুষকে বঞ্চিত করার জন্য আমরা দায়িত্ব নেইনি। আমাদের কাজের মধ্য দিয়েই লাভবান হতে চাই। প্রয়োজনে আমরা লোক নিয়োগ দেব। অর্থমন্ত্রী আরও বলেন, এ বাজেট আমরা দেয়ার পরে ব্যবসায়ী ও দেশের সাধারণ জনগণ বলেন সবাই এটাকে ভালভাবে নিয়েছে। আর এটা যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারি। তাহলে আমাদের ঘাটতিটা রয়ে যাবে। গতবছর আমাদের ঘাটতি ছিল ৫৫ হাজার কোটি টাকা। বাজেট যখন আসে খরচ কিন্তু অপেক্ষা করে না। খরচ হয়ে যায় বছরের প্রথম দিন থেকেই। তিনি আরও বলেন, আমরা দেখতে চাই এনবিআর আরও স্বচ্ছতার সঙ্গে কাজ করুক। সব বিষয়ে স্বচ্ছতা থাকতে হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, সরকার আমাদের একটি চুক্তির ভিত্তিতে চাকরিতে নিয়োগ করেছে। কাজেই সরকার থেকে যে দায়িত্বটা আমাদের দেয়া হয়। এই দায়িত্বটা যদি আমরা পালন না করি এটার জন্য জবাবদিহি করতে হবে। সে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন এবং আমরা এই বাজেটের যে লক্ষ্যমাত্রা আছে সে লক্ষ্যমাত্রা পালন করতে সব সময় সচেষ্ট থাকব আশা করি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাজস্ব আদায়ে কাজ করব। এসময় এনবিআরের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×