ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাপানে বাংলাদেশীদের জন্য হটলাইন চালু

প্রকাশিত: ১২:৫৬, ১৩ অক্টোবর ২০১৯

জাপানে  বাংলাদেশীদের  জন্য হটলাইন  চালু

জনকণ্ঠ ডেস্ক ॥ জাপানে শক্তিশালী টাইফুন ‘হাজিবিস’ আঘাতের প্রেক্ষিতে দেশটির প্রবাসী বাংলাদেশীদের যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। শনিবার টোকিওতে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলা নিউজের। এতে বলা হয়, জাপানে শক্তিশালী টাইফুন ‘হাজিবিস’ আঘাত হেনেছে। চলমান দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবেলায় জাপান সরকারের নেয়া পদক্ষেপসমূহ বাংলাদেশ দূতাবাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় অবস্থিত বাংলাদেশী কমিউনিটি প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে দূতাবাস। এখন পর্যন্ত কোন বাংলাদেশী হতাহতের খবর পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে দূতাবাস সবাইকে জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন করার অনুরোধ জানাচ্ছে। এছাড়া যেকোন জরুরী প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য ইমারজেন্সি নম্বরসমূহ জাপান প্রবাসীদের জন্য খোলা রয়েছে। হেল্প লাইন নম্বর- ০৮০-৪৪৫৬-১৯৭১, ০৭০-৩২৪৪০০, ০৮০-৪০৬৫৬৬০১।
×