ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় সিরিজ জয় ‘এ’ দলের

প্রকাশিত: ১২:২০, ১৩ অক্টোবর ২০১৯

শ্রীলঙ্কায় সিরিজ জয় ‘এ’ দলের

স্পোর্টস রিপোর্টার ॥ দুই ম্যাচের আনঅফিসিয়াল টেস্টের সিরিজ অমীমাংসিত ছিল। ম্যাচ জিততে পারেনি কোন দলই। তবে ওয়ানডে সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ ক্রিকেট দলকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল। শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৯৮ রানের বিশাল জয় পায় বাংলাদেশ ‘এ’। আগে ব্যাট করে সাইফ হাসানের ১১৭ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ৯ উইকেটে ৩২২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ ‘এ’। জবাবে বাংলাদেশী বোলারদের দাপটে ২৪.৪ ওভারে ৬ উইকেটে ১৩০ রান তোলার পর আলোর স্বল্পতায় থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। আর খেলা শুরু না হওয়ায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশ ‘এ’ জয় পায়। অথচ প্রথম ওয়ানডেতেই হেরে গিয়েছিল বাংলাদেশ, এরপর টানা দুই ম্যাচে স্বাগতিকদের পরাস্ত করে সিরিজ জিতল। টস জিতে আগে বাংলাদেশ ‘এ’ দলকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা ‘এ’। আগের ম্যাচেই শ্বাসরুদ্ধকর লড়াইয়ে স্বাগতিকদের মাত্র ১ উইকেটে হারিয়ে সমতা এনেছিল বাংলাদেশ। সেই জয়ের অনুপ্রেরণাতেই দুই ওপেনার সাইফ ও মোহাম্মদ নাইম শেখ দুর্দান্ত ব্যাটিং করেছেন। উভয়ে অর্ধশতক হাঁকানোর পর ১২০ রানের উদ্বোধনী জুটি ভেঙ্গে যায়। ওভারপ্রতি প্রায় ৬ রান করে তুলেছেন দু’জন। বাঁহাতি নাইম বিরল আউটের শিকার হন। ফিল্ডিংয়ে বাধা প্রদানের জন্য তাকে ৭৬ বলে ৫ চার, ২ ছক্কায় ৬৬ রান নিয়ে সাজঘরে ফিরতে হয়েছে আম্পায়ারদের সিদ্ধান্তে। এরপর একপ্রান্তে সাইফ দুর্দান্ত খেলে গেলেও অপর প্রান্তে ধস নামে। নাজমুল হোসেন শান্ত (২), এনামুল হক বিজয় (১৫) সাজঘরে ফিরে যান দ্রুতই। তবে এরপর চতুর্থ উইকেটে সাইফ ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৯৯ রানের দারুণ এক জুটি গড়াতেই বড় সংগ্রহের রাস্তা পেয়ে যায় বাংলাদেশ ‘এ’। সাইফ সেঞ্চুরি হাঁকান। তিনি মাত্র ১১০ বলে ১২ চার, ৩ ছক্কায় ১১৭ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। ৩৫ বলে ১ চার, ২ ছক্কায় ৩২ রান করে মিঠুনও সাজঘরে ফেরেন। এরপর দ্রুতবেগে কয়েকটি উইকেট খোয়ালেও তিন শ’ পেরিয়ে যায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩২২ রান তোলে তারা। শিরান ফার্নান্দো ৪টি ও বিশ্ব ফার্নান্দো ৩টি উইকেট নেন। জবাব দিতে নেমে ফর্মে থাকা পাথুম নিশঙ্ক (৬) ইনিংসের দ্বিতীয় ওভারেই আফিফ হোসেনের অফস্পিনে ঘায়েল হন। দলীয় ২৭ রানে সান্দুন বিরাকোডিও (১৮) পেসার আবু হায়দার রনির শিকার হলে বিপদেই পড়ে শ্রীলঙ্কা। তবে তৃতীয় উইকেটে কামিন্দু মেন্ডিস ও আশান প্রিয়াঞ্জন ৬৪ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন। তখনই সেঞ্চুরিয়ান সাইফ বল হাতেও আঘাত হানেন, ফিরিয়ে দেন ৩৫ বলে ৪ চারে ৩৪ রান করা প্রিয়াঞ্জনকে। পরে সাইফ প্রিয়ামাল পেরেরাকেও (৭) শিকার করেছেন। দ্রুত উইকেট খোয়ানোর মিছিলে যোগ দেন ৬৫ বলে ২ চার, ৩ ছক্কায় ৫৫ রান করা কামিন্দুও। চরম বিপর্যয়ে পড়ে ২৪.৪ ওভারে ৬ উইকেটে ১৩০ রান তুলেছিল লঙ্কানরা। কিন্তু আলোর স্বল্পতায় আর খেলা হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশকে ৯৮ রানে জয়ী ঘোষণা করা হয়। ২টি করে উইকেট নেন সাইফ ও এবাদত হোসেন ।
×