ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুনে টেস্টের লাগাম ভারতের হাতে

প্রকাশিত: ১২:১৯, ১৩ অক্টোবর ২০১৯

পুনে টেস্টের লাগাম ভারতের হাতে

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম টেস্টে বড় জয়ের পর দ্বিতীয় টেস্টেও চলছে ভারতের দাপট। ৫ উইকেটে ৬০১ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণার পর দক্ষিণ আফ্রিকাকে ২৭৫ রানে অলআউট করে পুনের নিয়ন্ত্রণ পুরোপুরি বিরাট কোহলিদের হাতে। দলীয় ৫৩ রানে পঞ্চম ও ১২৮ রানে ষষ্ঠ উইকেট হারানো সফরকারীদের শেষ পর্যন্ত সম্মানজনক সংগ্রহ এনে দিয়েছেন ভারনন ফিল্যান্ডার (৪৪*) ও কেশভ মহারাজ (৭২)। শনিবার তৃতীয় দিন শেষে ৩২৬ রানে এগিয়ে ভারত। চতুর্থ দিনে আজ হয়তো দুই-আড়াই সেশন ব্যাটিং করে প্রতিপক্ষকে বিশাল স্কোর ছুড়ে দেবে কোহলি বাহিনী। উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ২০৩ রানের দাপুটে জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। সিরিজে টিকে থাকতে পুনের এই ম্যাচে যেখানে জয়ের বিকল্প নেই সেখানে তিনদিনেই কার্যত বেসামাল ফাফ ডুপ্লেসিসের দল। ইতিহাস ও বাস্তবতার নিরিখে বৃষ্টি বা ব্যতিক্রম কিছু না ঘটলে প্রোটিয়াদের জন্য ম্যাচ এবং সিরিজ বাঁচানো ‘প্রায়’ অসম্ভব। ৩ উইকেটে ৩৬ রান নিয়ে খেলতে নামা দক্ষিণ আফ্রিকা দিনের শুরুতেই হারায় আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যানকে। ৩ রান করে ফেরেন নাইটওয়াচম্যান আনরিক নরকিয়া। উমেশ যাদবের বলে কট বিহাইন্ড হন ৩০ রান করা টিউনিস ডি ব্রুইন। ৫৩ রানে ৫ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা কিছুটা প্রতিরোধ গড়ে অধিনায়ক ডুপ্লেসিস ও কুইন্টন ডি ককের ৭৫ রানের জুটিতে। এ জুটি ভাঙ্গতেই দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণ আনেন অধিনায়ক কোহলি। দারুণ এক ডেলিভারিতে ডি কককে ফেরান অশ্বিন। দলকে এগিয়ে নিচ্ছিলেন প্রোটিয়া অধিনায়ক। জাদেজার এক ওভারে তিনটি চার মেরে ২১তম টেস্ট ফিফটিতে পৌঁছান ডুপ্লেসিস। তবে পারেননি বেশি দূর এগোতে; অশ্বিনের বলে স্লিপে ক্যাচ দেন এই ডান হাতি ব্যাটসম্যান। তার ইনিংসে নয় চারের পাশাপাশি ছিল একটি ছক্কার মার। নবম উইকেটে কেশভ মহারাজ ও ফিল্যান্ডার মিলে গড়েন ইনিংসের সবচেয়ে বড় জুটি। দু’জন মিলে যোগ করেন ১০৯ রান। ভারতের বিপক্ষে নবম উইকেটে এটিই প্রোটিয়াদের সর্বোচ্চ জুটি। বিশাখাপতœম টেস্টে ড্যান পিট ও সেমুরান মুথুসামির করা ৯১ রান ছিল আগের রেকর্ড। তবে আবারও নতুন স্পেলে ফিরে উইকেট এনে দেন অশ্বিন। অফস্পিনারের ঝুলিয়ে দেয়া বল ফ্লিক করতে গিয়ে লেগ স্লিপে দাঁড়ানো রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দেন মহারাজ। ৭২ রানের ইনিংসটিতে ১২ চার মারেন। টেস্টে এটি তার প্রথম ফিফটি। স্বাগতিক ভারতের বিপক্ষে দশ নম্বরে নেমে এটিই কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। এরপর আর বেশি দূর এগোয়নি সফরকারীদের ইনিংস। ১৯২ বল ৬ চারে ৪৪ রানে অপরাজিত থাকেন ফিল্যান্ডার। ৪ উইকেট নেন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হওয়ার পরই দিনের খেলার ইতি টানেন আম্পায়ার। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ৬০১/৫ ডিক্লে. (১৫৬.৩ ওভার; মায়াঙ্ক ১০৮, রোহিত ১৪, পুজারা ৫৮, কোহলি ২৫৪*, রাহানে ৫৯, জাদেজা ৯১; রাবাদা ৩/৯৩, নরকিয়া, মহারাজ ১/১৯৬) দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ২৭৫/১০ (১০৫.৪ ওভারে এলগার ৬, মার্করাম ০, ডি ব্রুইন ৩০, বাভুমা ৮, নরকিয়া ৩, ডুপ্লেসিস ৬৪, ডি কক ৩১, মুথুসামি ৭, ফিল্যান্ডার ৪৪*, মহারাজ ৭২, রাবাদা ২; ইশান্ত উমেশ ৩/৩৭, শামি ২/৪৪, অশ্বিন ৪/৬৯)। ** তৃতীয় দিন শেষে
×