ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিফা সভাপতি ঢাকায় আসছেন ১৬ অক্টোবর

প্রকাশিত: ১২:১৯, ১৩ অক্টোবর ২০১৯

ফিফা সভাপতি ঢাকায় আসছেন ১৬ অক্টোবর

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৬ অক্টোবর বিশ্ব ফুটবল সংস্থা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল এ্যাসোসিয়েশন (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফানতিনো এক সংক্ষিপ্ত শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসছেন। তিনি ঢাকা ত্যাগ করবেন ১৭ অক্টোবর। এ উপলক্ষে শনিবার মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, এমপি, কার্যনির্বাহী কমিটির সদস্য হারুনুর রশীদ, ফিফা/এএফসি ও কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ, বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর, ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ফিফা সভাপতির সফর সঙ্গী হিসেবে ফিফা চার কর্মকর্তাও ঢাকায় আসবেন। তারা হলেনÑ মাট্টিয়াস গ্রাফস্টর্ম (ডেপুট সেক্রেটারি জেনারেল), ওনোফ্রে কস্টা (চীফ অব কম্যুনেকেশন্স), সঞ্জিবান বালাসিংগাম (ডিরেক্টর অব মেম্বার এ্যাসোসিয়েশন এশিয়া এ্যান্ড ওশানিয়া) এবং ফেদেরিকো রাভিগ্লিওনে (প্রেসিডেন্টস’ অফিস ম্যানেজার)। ফিফা সভাপতি ইনফানতিনো মঙ্গোলিয়া থেকে ১৬ অক্টোবর রাতে বাংলাদেশে আসবেন। পরদিন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। ফিফা সভাপতি ওইদিনই দুপুরের পর লাওসের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সংবাদ সম্মেলনে বাফুফে কাজী নাবিল বলেন, ‘ফিফা সভাপতির এই সংক্ষিপ্ত সফরকে আমার গুডউইল সফর বলতে চাই। আমরা আশা করি তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে। এখানে এসে তিনি আমাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। আমাদের ফুটবল কোন্ পর্যায়ে আছে, কেমন অবস্থা, এগুলো তিনি জানবেন। বিশ্ব তথা এশিয়ান ফুটবল নিয়ে তার যেসব লক্ষ্য বা পরিকল্পনা আছে, সেগুলোর সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই।’ বাফুফে সভাপতি সালাউদ্দিন বলেন, ‘ফিফা সভাপতি বাংলাদেশে আসছেন শুভেচ্ছা সফরে। কাজেই তার কাছে কিছু সরাসরি চাওয়াটা ঠিক হবে না। তবে আমরা আমাদের ফুটবলের সার্বিক চিত্রটা তার সামনে তুলে ধরব। তখন যদি তিনি নিজ থেকে কিছু দিলেও দিতে পারেন।’ অপর এক প্রশ্নের জবাবে বাফুফে বস বলেন, ‘আগের ফিফা সভাপতি সেপ ব্লাটার বাংলাদেশে এসে সিলেট বিকেএসপি বা বাফুফে ফুটবল একাডেমির জন্য আর্থিক অনুদান দিয়ে গেছেন, মিডিয়ার তৈরি এই সংবাদটা একেবারেই ভুল। ফিফা এমন কিছু বলেনি। তারা যে অর্থ দিয়েছিল, তা আমরা ফুটবল উন্নয়নের জন্য কোথায় খরচ করেছি বা কাজে লাগিয়েছি, সেগুলোর গত ১২ বছরের সব হিসাব, রশিদ ও ডকুমেন্টস সব আমাদের কাছে আছে। এগুলো ফিফাকেও পাঠানো হয়েছে।’ সালাউদ্দিনের এই জবাবের সূত্র ধরে নাবিল বলেন, ‘আমরা অতীত নিয়ে মাথা না ঘামিয়ে সামনে কিভাবে এগুবো, সেটা নিয়ে কাজ করা উচিত। এগুলো নিয়ে নেতিবাচক প্রশ্ন করা উচিত নয়। আমাদের জাতীয় ফুটবল দল যে আগের চেয়ে অভাবনীয় উন্নতি করেছে, তা তাদের গত এক বছরের পারফর্মেন্স দেখলেই আপনার প্রমাণ পাবেন।’ সালাউদ্দিন বলেন, ‘আমি বাংলাদেশের মানুষ। কাজেই আমি ফিফা সভাপতির কাছে সাফের সভাপতি হিসেবে কথা বলব না। আমার প্রাধান্য থাকবে বাংলাদেশ।’ নাবিল বলেন, ‘ফিফা সভাপতি আসলে বাংলাদেশের ফুটবলের সবকিছুই জানেন। কিন্তু জানা এক জিনিস আর নিজের চোখে দেখা আরেক জিনিস। আশা করি তিনি সবকিছু নিজের চোখে দেখে-শুনে-বুঝে আমাদের ফুটবলের উন্নয়নের জন্য কিছু একটা করবেন।’ সর্বশেষে সালাউদ্দিন সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন, ‘যদি ফিফা সভাপতি আপনাদের সঙ্গে প্রেসমিট করেন, তাহলে সেখানে আপনার দয়া করে বাংলাদেশ ফুটবল বিষয়ক নেতিবাচক কোন প্রশ্ন করবেন না।’
×