ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব শিশু দিবস উদযাপন

প্রকাশিত: ১২:০৮, ১৩ অক্টোবর ২০১৯

বিশ্ব শিশু দিবস উদযাপন

বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শুক্রবার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে সকালে কন্যাশিশুদের শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে শেষ হয়। শোভাযাত্রা শেষে একাডেমির মিলনায়তনে ‘আমার কথা শোনো’ শিরোনামে আলোচনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক এবং বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। আলোচনা শেষে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে একাডেমির মিলনায়তনে নিরাপদ শিশু নিরাপদ ইন্টারনেট প্রতিপাদ্য নিয়ে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবউপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি চবির আবাসিক হল পরিদর্শন চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো পরিদর্শন করেছেন উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার। শনিবার বিকেল থেকে প্রীতিলতা হল দিয়ে এই পরিদর্শন শুরু করেন ভিসি। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পর সতর্কতাস্বরূপ তিনি এ পরিদর্শন করছেন বলে ক্যাম্পাস সূত্র জানিয়েছে। পরিদর্শন শুরুর আগে তিনি সাংবাদিকদের বলেন, বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ড খুবই দুঃখজনক ঘটনা। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোন নজির নেই। এখানে কোন টর্চার সেলেরও অস্তিত্ব নেই। পরিদর্শন আসলে তল্লাশি কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা মূলত পরিদর্শন; তল্লাশি নয়। তবে প্রক্টরিয়াল বডির এক সদস্য জানিয়েছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেয়া হবে। হলে বহিরাগতদের অবস্থান ও প্রভোস্ট ও হাউস টিউটরদের হলে অবস্থান না করার প্রসঙ্গে তিনি বলেন, এখন আমরা ভর্তি পরীক্ষার দিকেই নজর দিচ্ছি।
×