ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অবকাশকালীন ছুটি শেষ

সুপ্রীমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ১২:০৮, ১৩ অক্টোবর ২০১৯

সুপ্রীমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার ॥ অবকাশকালীন ছুটি শেষে আজ রবিবার থেকে সুপ্রীমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হচ্ছে। অবকাশ, সরকার ঘোষিত ছুটি ও সাপ্তাহিক ছুটির কারণে ১ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৪২ দিন সুপ্রীমকোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরী মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ বিচারিক কার্যক্রম পরিচালনা করেছে। এ সময়ের জন্য বিচারিক এখতিয়ার দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবকাশকালীন বেঞ্চ গঠন করেন। চট্টগ্রামে যুবলীগের সম্মেলন নিয়ে অনিশ্চয়তা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম যুবলীগের সম্মেলন আগামী ২৩ নবেম্বর নির্ধারিত হয়েছে। কিন্তু এ সম্মেলন অনুষ্ঠান কেন্দ্রীয় যুবলীগের বর্তমান পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে নিপতিত হয়েছে। যুবলীগ সূত্র জানিয়েছে, সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম বৈঠকে যুবলীগ চেয়ারম্যানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন অনেকটা অনিশ্চিত হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ও প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু ও সৈয়দ মাহমুদুল হক।
×