ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকায় সিপিবির বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ১২:০৬, ১৩ অক্টোবর ২০১৯

ঢাকায় সিপিবির বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ ভারতের সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী অসম চুক্তি বাতিল, বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার এবং ক্যাসিনো, ক্রাইম সিন্ডিকেট ও লুটেরা চক্র উচ্ছেদের দাবিতে ঢাকার বিভিন্ন থানায় বিক্ষোভ করেছে কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিক্ষোভ-সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, জনগণের ভোটাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ‘নৈশকালীন নির্বাচনে’র মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ লুটপাটের মহোৎসব করছে। জনগণের ক্ষোভকে দমন করতে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের স্বার্থে চুক্তি করেছে। শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে দলের পক্ষ থেকে বিক্ষোভ-সমাবেশ ছিল পূর্ব নির্ধারিত কর্মসূচী। পুরানা পল্টন মোড়, বাহাদুর শাহ পার্ক, শ্যামপুর রেলস্টেশন, ধানম-ি-১৫ বাসস্ট্যান্ড, মোহাম্মদপুর টাউন হল, মিরপুর-১০ গোলচক্কর, ও সাভার বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এসব বিক্ষোভ-সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক আহসান হাবিব লাবলু, জলি তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট মণ্টু ঘোষ, অধ্যাপক এম এম আকাশ, ডাঃ সাজেদুল হক রুবেল, ঢাকা কমিটির সভাপতি মোসলেহউদ্দিন, সুকান্ত শফি চৌধুরী, খান আসাদুজ্জামান মাসুম, সেকেন্দার হায়াৎ প্রমুখ। সমাবেশগুলোতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে ভারতের স্বার্থে সম্প্রতি চুক্তি করা হয়েছে। এর আগেও ভারতকে একতরফা সুবিধা দেয়া হয়েছে। তিস্তাসহ অভিন্ন নদীসমূহের পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশকে বছরের পর বছর বঞ্চিত করা হচ্ছে। অথচ ফেনী নদীর পানি ভারতকে দেয়ার চুক্তি করা হয়েছে।
×