ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নদী উদ্ধারে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান

প্রকাশিত: ১২:০৪, ১৩ অক্টোবর ২০১৯

নদী উদ্ধারে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ দখল দূষণের হাত থেকে দেশের নদীগুলো উদ্ধারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা। তারা বলেন, নদী রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে বিশ্ববিদ্যালয়েগুলোর কার্যক্রমও গবেষণা জোরদার করা জরুরী। একই সঙ্গে প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। সঠিক গবেষণা ও নীতি প্রণয়নের মাধ্যমে আসল রূপ ফিরিয়ে আনার আহ্বান জানান তারা। শনিবার স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলান (বাপা) এবং ওয়াটারকিপারস বাংলাদেশ যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। ধানম-িতে স্টামফোর্ড ইউনিভার্সিটির মিলনায়তনে ‘হালদা একটি জীবন্ত সত্তা: প্রসঙ্গ বিশ্লেষণ এবং অনুসন্ধান’ বিষয়ক আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নদী দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদারের সঞ্চালনায় আলোচনা ও প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতির বক্ত্যব্যে পরিবেশ বিজ্ঞান বিভাগের একাডেমিক এডভাইজার অধ্যাপক ড. গুলশান আরা লতিফা বলেন, নদী রক্ষায় শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর ভূমিকা বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম আরও জোরদার হওয়া জরুরী। হালদা নদী হচ্ছে মৎস্য প্রজননে জন্য পৃথিবীর অন্যতম একটি অভয়ারণ্য। প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে এই নদীটি আজ ধ্বংসের পথে, সঠিক গবেষণা ও নীতি প্রণয়নের মাধ্যমে হালদাকে তার অুীতরূপ ফিরিয়ে দিতে হবে। প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় নদী রক্ষা কমিশন-এর সদস্য শারমিন মুর্শিদ বলেন, নদী সুরক্ষার জন্য জাতীয় নদী রক্ষা কমিশনের পক্ষ হতে একটি খতিয়ান বানানো হচ্ছে। এছাড়াও তিনি নদী রক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণাসমূহ নিয়ে প্রতি বছর একটি প্রদর্শনী করার কথা বলেন।
×