ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যিশুর জুতা!

প্রকাশিত: ১১:৩৩, ১৩ অক্টোবর ২০১৯

যিশুর জুতা!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনের ক্রিয়েটিভ লেবেল এমএসসিএইচএফ কোম্পানি সাদা রঙের নাইক এয়ার ম্যাক্স ৯৭ নামে একটি জুতা তৈরি করেছে। যেটি ‘জেসাস স্যুজ’ নামে পরিচিত। এই জুতার বিশেষত্ব হলো এর মধ্যে জর্ডান নদীর পবিত্র পানি ভরা রয়েছে। জুতাটি দেখলেই বোঝা যাবে সোলের জায়গায় রয়েছে পানি। দাম ধরা হয়েছে তিন হাজার মার্কিন ডলার। সম্প্রতি পবিত্র পানিভরা স্নিকার্সের কয়েকটি সংস্করণ বাজারে এসেছে। আর বাজারে আসতেই মুহূর্তেই তা বিক্রি হয়ে যায়। তবে শুধু পবিত্র পানির জন্য জুতার এত দাম নয়। জুতাগুলোতে বাইবেলের ম্যাথুভার্স ১৪:২৫ রয়েছে। যেখানে পানির ওপর দিয়ে যিশুর হাঁটার বিবরণ দেয়া রয়েছে। যিশুর রক্তকে বোঝানোর জন্য জুতার এক পাশে রয়েছে একবিন্দু রক্তও। কিছু অন্যান্য ধর্মীয় চিহ্নও রয়েছে সুগন্ধযুক্ত ওই জুতার সোলে। ক্রুশবিদ্ধ যিশুর একটি চিহ্নও রয়েছে। এখানেই শেষ নয়, জুতার বাক্সে একটি দেবদূত ও সরকারী প্যাপাল সিলের অনুরূপ একটি সিলও রয়েছে। -টেক ক্রাঞ্চ
×